স্তন ক্যানসার: প্রতি ৭৫ সেকেন্ডে একজনের মৃত্যু
প্রতি ৭৫ সেকেন্ডে বিশ্বের কোন না কোন প্রান্তে স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন একজন নারী। এছাড়া প্রতি ২৯ সেকেন্ডে একজন করে স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
টাইমস অব ইন্ডিয়ায় প্রতিবেদনে আরও বলা হয়েছে, উন্নত চিকিৎসার দেশ ভারতে স্তন ক্যানসারে আক্রান্তের চিত্রটা আরো ভয়াবহ। যা উন্নত বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও দ্বিগুণ।
বিশেষজ্ঞদের মতে, রোগের লক্ষণ ধরতে না পারার কারণেই মূলত এই রোগের বিস্তার ঘটে। সাধারনত স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় বলে জানান মেডিয়ান্টা ব্রেস্ট সার্ভিস এর সহযোগী অধ্যাপক ড. কাঞ্চন কাউর।
পশ্চিমা নারীদের তুলনায় ভারতীয় উপমহাদেশের নারীদের সচেতনতার অভাব এবং গোপন করার প্রবণতাই এই রোগের বিস্তার বাড়ায়। মেডিয়ান্টা মেডিসিটি হসপিটালের রেডিওলোজিস্ট এর সিনিয়র কনসালটেন্ট ড. জয়িতা অরোরা বলেন ‘উদ্বেগজনক হারে ভারতে বয়স্ক নারীদের তুলনায় মধ্যবয়সী নারীরা(৩৯-৪০)স্তন ক্যানসারে বেশি আক্রান্ত হয়।’
স্তন ক্যানসার গুপ্ত ঘাতকের মত লুকিয়ে থাকে এবং ধীরে ধীরে প্রকাশ পায়। একমাত্র সচেতনতাই এ রোগের বিস্তার রোধ করতে পারে, উল্লেখ করে অ্যাপোলো হাসপাতালের ব্রেস্ট ও ওনক্লোপলাস্টিক সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডা. সিদ্ধার্থ সাহনি বলেন একাধিক কারণে এ রোগের বিস্তার ঘটে। বিশ্বব্যাপী এ রোগের বিস্তার রোধে নারীদেরকে আরও সচেতন হতে হবে। কোন লক্ষণ প্রকাশ পেলে তা লুকিয়ে না রেখে বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। এমনকি যারা আক্রান্ত হয়েছেন তারাও পারেন অন্যদের সচেতন করতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন