স্ত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করলো স্বামী

পাবনার সাঁথিয়ায় স্ত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামি মনিরুলের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বহালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুলমতি (৩৫) বহলবাড়িয়া গ্রামের আজিমুদ্দিনের মেয়ে ও কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা পাগলার হাট গ্রামের মৃত আঃ খালেকের ছেলে মনিরুলের স্ত্রী। এ ঘটনার পর থেকেই স্বামী মনিরুল পলাতক রয়েছে বলেও জানান পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, প্রায় ৮ বছর আগে ঢাকায় গার্মেন্টেসে চাকুরির সুবাদে ফুলমতি ও মনিরের পরিচয় ও বিয়ে হয়।
বিয়ের ৪ বছর পর ফুলমতি স্বামীকে নিয়ে ঢাকা থেকে বাবার বাড়ি সাঁথিয়া উপজেলা বহলবাড়ীয়া গ্রামে এসে বসবাস শুরু করে। মনির পাবনা শহরে রিক্সা চালাত। সম্প্রতি রেল লাইনের কাজ শুরু হওয়ায় সেখানে ফুলমতি রেল সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের রান্না বান্নার কাজ নেয়। বেশ কিছুদিন ধরে ওদের মধ্যে বনিবনাও হচ্ছিল না।
প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে ৫ বছরের মেয়ে মনিতা ও স্ত্রীকে নিয়ে ডিউটিতে দিয়ে যায়। রাতে ফেরার সময় বউকে সাথে নিয়ে আসার কথা থাকলেও ওইদিন বিকেলেই মেয়েকে নিয়ে বাড়িতে আসে। মনিরুলের এভাবে মেয়েকে একা নিয়ে আসা দেখে ফুলমতির মায়ের সন্দেহ হয় এবং জিজ্ঞাসা করে ফুলমতি কই। উত্তরে বলে অফিসাররা আসছে ওর মা ব্যস্ত আছে তাই ওকে নিয়ে আসলাম। তারপর রাত ৯টার দিকে মনির যখন একা একা বাড়িতে চলে আসে তখন পুনরায় জিজ্ঞাসা করলে বলে পাশ্ববর্তী এক প্রতিবেশীর নাম বলে তার বাড়িতে গেছে।
এরই মধ্যে মনির বাড়িতে ঢুকে কৌশলে ৫ বছরের মেয়ে মনিতাকে নিয়ে উধাও হয়ে যায়। তখনই ফুলমতির বাবা-মা এদিক ওদিক খুঁজাখুঁজি করে। অনেক খুজার পর মঙ্গলবার মধ্যরাতে বহলবাড়িয়া মাঠের তিল ক্ষেতের মধ্যে ফুলমতির লাশ পড়ে থাকাতে দেখে তার স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মেয়ের বাবা আজিমুদ্দিন বাদি হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এস আই খায়রুল ইসলাম জানান, ফুলমতিকে উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটা চাকু উদ্ধার করা হয়। তার নাক, চক্ষু ক্ষত বিক্ষত ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন

পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন