স্ত্রীকে হত্যা করে ফেসবুকে ছবি আপলোড
স্ত্রী হত্যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ডেরেক মেডিনা। তাঁর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হতে পারে।
খবর বিবিসির।
ডেরেক মেডিনা নামের এই ব্যক্তি আদালতের কাছে স্বীকার করেছেন, স্ত্রীকে হত্যার নিজের মুঠোফোনে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন।
ডেরেক মেডিনার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তার স্ত্রী জেনিফার আলফোনসোর ওপর কয়েক বছর ধরে নির্যাতনকরেন। এ ছাড়া তার বিরুদ্ধে ‘গুলি করে স্ত্রী হত্যার’ যে অভিযোগ আনা হয়, তার বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ দিতেপারেননি।
যদিও ৩৩ বছর বয়সী ডেরেক আদালতে আত্মপক্ষ সমর্থন করে দাবি করেন, বছরের পর বছর ধরে স্ত্রী জেনিফার আলফোনসো তাঁর ওপর নিপীড়ন চালাচ্ছিলেন। ঘটনার দিন স্ত্রী তাঁকে ছুরি দেখিয়ে হুমকি দেন। এরপর তিনি গুলি ছোড়েন।
আইনজীবীরা বলছেন, ডেরেকের স্ত্রীকে যখন তাঁদের মিয়ামির বাসা থেকে উদ্ধার করা হয়, তখন তিনি জড়সড় ছিলেন। এ ছাড়া তিনি ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছিলেন, এই খুনের দায়ে তাঁকে কারাগারে যেতে হতে পারে বা তাঁর মৃত্যুদণ্ড হতে পারে। আইনজীবীরা এটা প্রমাণ করতে পেরেছেন যে ২০১৩ সালের আগস্টে ২৭ বছর বয়সী স্ত্রীকে গুলি করেন ডেরেক। তাঁর স্ত্রী এ নিয়ে ভীত ছিলেন, এমনকি স্বামীকে ছেড়ে দেওয়ার কথা বন্ধুদের বলেছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ক্যাথরিন রানডল বলেন, সন্তানকে হত্যা করার পর সারা দুনিয়ার মানুষের সামনে তা দেখানো হচ্ছে—এমন দৃশ্য যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন