স্ত্রীর কাটা মুণ্ডু হাতে রাজপথে বৃদ্ধ
ভারতের মহারাষ্ট্রের ব্যস্ততম নগরী পুনেতে শুক্রবার এক হাতে রক্তমাখা কুঠার, অন্য হাতে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে হেঁটে চলছিলেন ৬০ বছরের বৃদ্ধ।
দৃশ্যটি দেখে পথচারিদের রীতিমতো ভিমরি খাওয়ার দশা। এ ঘটনায় পুলিশ রামু চ্যাবন নামের ওই বৃদ্ধকে আটক করেছে।
রামু চ্যাবন পুনের কাতরাজ এলাকার একটি হাউজিং সোসাইটিতে দারোয়ানের কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, রামুর স্ত্রীর নাম সনুবাই। তার সন্দেহ স্ত্রীর সঙ্গে মেয়ের জামাইয়ের অবৈধ সম্পর্ক ছিল। শুক্রবার ক্ষুব্ধ রামু কুড়াল দিয়ে স্ত্রীর শিরশ্ছেদ করেন।
ধুতি ও কুর্তা পরিহিত রামু এক হাতে স্ত্রীর কাটা মুণ্ডু ও অপর হাতে কুঠার নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুই পুলিশ কনস্টেবলের বিষয়টি নজরে পড়লে তারা দ্রুত ছুটে এসে রামুকে আটক করেন এবং মুণ্ডুটি কাপড় দিয়ে ঢেকে ফেলেন। এ ঘটনায় রামুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন