স্ত্রীর ছোড়া গরম পানিতে স্বামীর মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে স্ত্রীর ছুড়ে দেয়া গরম পানিতে স্বামী ইব্রাহীমের (৪৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে স্বামী-স্ত্রীর কলহের জের ধরে সুলতানা তার স্বামীর শরীরে গরম পানি ঢেলে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
স্ত্রী সুলতানা জানান, তার স্বামী ইব্রাহীমের আগের তিন স্ত্রী রয়েছেন। বিয়ের সময় তা গোপন রেখে তাকে বিয়ে করেন। গত ছয় মাস ধরে আরেকটি বিয়ের অনুমতির জন্য চাপ প্রয়োগ করছিলেন। অনুমতি না দেয়ায় তখন থেকেই তিনি বিভিন্নভাবে নির্যাতন করতেন। গত বৃহস্পতিবার রাতে রাগের বশে তার স্বামীর শরীরে গরম পানি ঢেলে দেন বলে তিনি স্বীকার করেন।
সুলতানা জানান, তাদের সংসারে সাড়ে তিন বছর বয়সী একটি মেয়ে এবং চার মাস বয়সী একটি ছেলে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন