স্ত্রীর পরকিয়া প্রেমিকের হাতে প্রাণ দিল স্বামী

জেলার কালিয়া উপজেলায় ফরিদ শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসী হত্যাকারী সন্দেহে সালাম শেখ নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে। সালামের সঙ্গে নিহত ফরিদের স্ত্রীর সম্পর্ক ছিল।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার রাতে উপজেলার ডাকবাংলার চত্বরে এ হত্যার ঘটনা ঘটে।
এলাকাবাসি জানায়, কালিয়ার সীতারামপুর গ্রামের বাসিন্দা ফরিদ শেখের স্ত্রীর সঙ্গে পাশের বেন্দারচর গ্রামের সালাম শেখের সম্পর্ক ছিল। ছয় মাস আগে ফরিদের স্ত্রী সালামের সঙ্গে পালিয়ে যান। স্থানীয় সালিসের মাধ্যমে স্ত্রীকে আবার ফিরিয়ে আনেন ফরিদ। গত ৫ এপ্রিল ফরিদ শেখের বাড়িতে সালাম হামলা চালায়।
এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। দুই মাস কারাবাসের পর ২০ জুন জামিনে বেরিয়ে আসেন সালাম। গতকাল রাতে সালাম উপজেলা ডাকবাংলোর সামনে ফরিদকে কুপিয়ে হত্যা করে। পালানোর সময় বাজারের লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন