স্ত্রীর পরকীয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা করলো বন্ধু

বগুড়ার গাবতলীতে বাবুর্চি এনামুল হক লিটন (৪২) হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। পথের কাঁটা দূর করতে সহকর্মী ও স্ত্রীর পরকীয়া প্রেমিক রবিউল ইসলাম তাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে।
রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রবিউল ইসলাম। এ ঘটনায় এনামুলের স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে গাবতলীর বাওইটোনা গ্রামে ইছামতি নদীর তীরে অজ্ঞাত পরিচয় রক্তাক্ত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
কোনো পরিচয় না পাওয়ায় পরদিন ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হয়। এসআই আবু জাররা থানায় হত্যা মামলা করেন।
এদিকে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খানের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব হোসেন মাঠে নামেন। ৯ ফেব্রুয়ারি জানা যায়, লাশটি বগুড়া সদরের নারুলি মধ্যপাড়ার আমিনুল হকের ছেলে বাবুর্চি এনামুল হক লিটনের।
ওইদিন বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা আকতারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এক পর্যায়ে তিনি এ হত্যাকাণ্ডে পরকীয়া প্রেমিক গাবতলীর বাহাদুরপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে রবিউল ইসলামের নাম প্রকাশ করেন।
রবিউলকে গ্রেফতার করার পর জিজ্ঞাবাদের এক পর্যায়ে সে লিটনকে হত্যার দায় স্বীকার ও হত্যার বর্ণনা দেয়। তার স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার করা হয়।
স্বীকারোক্তিতে রবিউল ইসলাম জানিয়েছে, এনামুল হক লিটন ও সে একে অপরের ঘনিষ্ট বন্ধু। দু’জন হোটেলসহ বিভিন্ন স্থানে খাবার পরিবেশনের কাজ করতেন। বাড়িতে যাতায়াতের সুবাধে লিটনের স্ত্রী তাসলিমা আকতারে সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পথের কাঁটা দূর করতে সে লিটনকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করে। রবিউল গত ৭ ফেব্রুয়ারি বন্ধু ও সহকর্মী লিটনকে তার গ্রামের বাড়ি গাবতলীর বাহাদুরপুরে বেড়াতে নিয়ে যায়। সন্ধ্যার পর কৌশলে লিটনকে বাওইটোনা গ্রামে ইছামতি নদীর তীরে নিয়ে যাওয়া হয়।
সেখানে সে রামদা দিয়ে লিটনের মাথা ও হাতে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা গেলে লাশ ফেলে রবিউল পালিয়ে আসে।
এ মামলায় লিটনের স্ত্রী তাসলিমাকেও আসামি করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন