বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্ট
স্পট লাইটে তামিম

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কালকের ম্যাচে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ইংলিশদের নজরে থাকবে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
থাকার কারণও আছে। ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহক তামিম। ৬৩.১২ গড়ে পাঁচ শতাধিক রান করেছেন তিনি। তাছাড়া গেল ২০১০ সালে ইংলিশদের বিপক্ষে দুটি শতক হাঁকিয়েছিলেন তামিম।
এতসব পরিসংখ্যান বলছে, ইংলিশ ক্রিকেটারদের সমীহ পাওয়ার যোগ্য তামিম! তাই কাল প্রথম টেস্টে স্পটলাইটে থাকবেন লাল-সবুজের এই তারকা।
এদিকে প্রথম টেস্টে বেশ কয়েকজন আনকোরা ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতে যাচ্ছে টাইগাররা। সেক্ষেত্রে কাল অভিষেক হতে পারে সাব্বির রহমান এবং মেহেদী হাসান মিরাজের।
সেই সঙ্গে পেসার হিসেবে টেস্ট ক্যাপ মাথায় ওঠতে পারে কামরুল ইসলাম রাব্বির। তবে মুশফিকুর রহিম উইকেটের পেছনে দাঁড়ালে বাদ পড়বেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন