স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ভরিতে এবার সর্বোচ্চ ২,৮২৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হলো ১ লাখ ৪২,২৬৬ টাকা। যা আজ ছিল ১ লাখ ৩৯,৪৪৩ টাকা।
এর আগে, গত ৩০ অক্টোবর দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ১ লাখ ৪৩, ৫২৬ টাকায়। তারপর কয়েক দফা কমার পর ফের বাড়তে শুরু করে স্বর্ণের দাম। যার ফলে আবারও নতুন রেকর্ড গড়ার দিকে এগোচ্ছে স্বর্ণের ভরি।
শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
এর আগে বৃহস্পতিবার আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। সে সময় সব থেকে ভালোমানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১,৯৯৪ টাকা। তার দুই দিন আগেই স্বর্ণের দাম ভরিতে ২,৯৪০ টাকা বাড়ানো হয়। ফলে তিন দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল ৭,৭৫৭ টাকা।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ৪২,২৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৫,৮০৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ১৬,৩৯৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৫,৬৪৫ টাকায় বিক্রি করা হবে।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন