‘স্বাধীনতাকে দ্বিধাবিভক্ত করার সুযোগ নেই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের দায়িত্ব। এ স্বাধীনতাকে দ্বিধাবিভক্ত করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, গণতন্ত্রের মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করতে স্বাধীনতার বিকল্প নেই। যে দেশ স্বাধীন নয় তারা বুঝে স্বাধীনতার মূল্য কি।
রোববার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের প্রথম দিনে ‘আমাদের সংস্কৃতি আমাদের গৌরব’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরেফিন সিদ্দিক বলেন, স্বাধীনতা যেকোনো মানুষের প্রিয় শব্দ। ফিলিস্তিন জাতিসংঘের একটি পর্যবেক্ষক দেশের মর্যাদা পেয়েছে। এতেই তারা অনেক খুশি। অন্যদিকে আমরা জাতিসংঘের পূর্ণ সদস্য। স্বাধীন জাতি। স্বাধীনভাবে কথা বলার, মত প্রকাশের অধিকার রাখি।
তিনি বলেন, শুধু স্বাধীন হলে হবে না। আমাদের প্রত্যেকের উচিত এর যথাযথ মর্যাদা দেওয়া। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন তেমনি এর দায়িত্বও অনেক। দেশকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় স্বাধীনতা সংসদের উপদেষ্টা কে এস এম এন জহুরুল ইসলাম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, কথা সাহিত্যিক মঈন উদ্দিন কাজল প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন