স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল

ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে বলে জানা যায় ।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন ব্যাপারটা সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেন ।
তিনি জানান, মধ্যরাত থেকে নদী এলাকায় প্রচণ্ড কুয়াশা পড়তে শুরু করে। ভোরে অতিরিক্ত কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌ দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা থাকার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকালে কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন