স্বামীর হাতে স্ত্রী খুন,পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা
উপজেলা কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ববন্ধ ডাকপাড়া এলাকা থেকে আজ রবিবার দুপুরে আম্বিয়া (২০) নামে এক গৃহবধুকে গলা টিপে হত্যার পর ঘরের ভিতর লাশ রেখে পালিয়েছে ঘাতক স্বামী। পারিবারিক কলহের জের ধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরখেজুরবাগ মোঃ নজরুল এর ভাড়াটে বাড়িতে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে হামিদা বেগম (৪২) নামের আরেক গৃহবধূ। ঘটনার পর থেকে স্বামী পলাতক। পুলিশ খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার লিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হসাপাতাল মর্গে প্রেরণ করেছে।
পার্শ্ববর্তী ভাড়াটে নুপুর বেগম বলেন, ঘটনার পরপর আম্বিায়ার ঘর থেকে তার স্বামীকে দ্রুত গতিতে অন্যমনষ্কভাবে বের হয়ে যেতে দেখি। বিষয়টি আমার সন্দেহ হলে বাড়ির মালিক আলাউদ্দিন সাহেবকে খবর দেই। তিনি এসে ঘরের ভিতর ঢুকে আম্বির নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতের ঘরে দুটি’চারটি হাড়িপাতিল, কম দামী দু’টি কম্বল ও পরনের জামা ছাড়া কিছুই ছিলনা বলেও তিনি জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আম্বিার স্বামী ঘর থেকে বের হতো না। সারাদিন ঘরের ভিতর পড়ে থাকতো। মাঝে মধ্যে বের হয়ে খাবার টাবার নিয়ে আসতো। কারো সাথে না মিশার কারনে কেউ তার নাম ঠিকানা বলতে পারছে না ।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাহাদত হোসেন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করি। বাড়ির মালিক মোঃ আলাউদ্দিন ও পার্শ্ববর্তি ভারাটেদের বরাদ দিয়ে উপ-পরিদর্শক আরো বলেন, নিহত আম্বিয়া গত এক মাস পূর্বে স্বামীকে নিয়ে এখানে ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন।
অপরদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ রাজিব খান জানান, পারিবারিক কলহের জের ধরে চরখেজুরবাগ এলাকায় নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে হামিদা বেগম (৪২) নামের এক গৃহবধূ। দুপুর ২টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর নাম মোঃ মন্টু ঢালী। সে নিহত হামিদা বেগমের দ্বিতীয় স্বামী। নিহত হামিদা বেগম মাদকাসক্ত ছিলেন বলেও উপ-পরিদর্শক জানান।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানায় পৃথক পৃথক ভাবে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন