স্বামী ভেবে দরজা খুলতেই ডাকাতের হামলা, নিহত নারী
সাভারের আশুলিয়ায় ডাকাতদের হামলায় তাহমিনা বেগম নামে (৫৫) এক নারী নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ফাল্গুনী হাউজিংয়ে র্যাব অফিসের সামনে একটি বাড়িতে এ হামলা হয়।
পুলিশ সূত্র জানায়, ফাল্গুনী হাউজিংয়ে ইউসুফ হোসেন নামে এক ব্যবসায়ীর দোতলা বাড়িতে রাতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির কলিং বেল দিলে তাহমিনা তার স্বামী ইউসুফ বাড়ি এসেছেন ভেবে ঘরের দরজা খুলে দেন। এসময় ডাকাতরা ঘরের ভেতরে প্রবেশ করে তাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে। তাহমিনার ছেলে মাসুদুর রহমান ডাকাতদের বাধা দিলে তারা তাকে হাত পা বেঁধে রেখে নগদ কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। পালানোর সময় ডাকাতরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। পরে মাসুদুরের চিৎকারে আশপাশের লোকজন ঘরের মধ্য গিয়ে তাহমিনাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ জানান, এটি ডাকাতি কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন