স্মার্টফোনের পর স্মার্ট কন্ডোম, বলে দেবে বিছানায় আপনার দম!
সবকিছুই দিনে দিনে স্মার্ট হচ্ছে। এমনকি কন্ডোমও। ইতিমধ্যেই কন্ডোম নানা রকমের ফ্লেভার উপলব্ধ।এবার যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও এক কদম এগোল। কন্ডোম বলে দেবে, বিছানায় আপনার পারফরম্যান্স কেমন? এই নতুন কন্ডোমই হল স্মার্ট কন্ডোম। যদিও এটা ঠিক কন্ডোম নয়, বরং একটা রিং। যা কন্ডোমের ওপর
কীভাবে কাজ করবে এই স্মার্ট কন্ডোম?
i.Con কন্ডোমে রয়েছে nanochips, micro-sensors, and Bluetooth প্রযুক্তি। যাবতীয় তথ্য চলে যাবে স্মার্টফোনের অ্যাপে। তাতে রেকর্ড হবে, যৌন সম্ভোগের সময় ব্যবহারকারীর কত ক্যালোরি খরচ হয়েছে, কত বার চাপ দিয়েছেন, প্রতিটি চাপের পিছনে কত বলপ্রয়োগ করেছেন, চাপের গড় বেগ, কতবার সেক্স করেছেন, দেহের উষ্ণতা ও কত রকম পজিশনে সেক্স করেছেন। ফলে বিছানায় ব্যবহারকারীর পারফরম্যান্স এক ঝটকায় মালুম হয়ে যাবে।
মোবাইল অ্যাপ থেকে এই তথ্য শেয়ারও করা যাবে। এই রিংটি এমনভাবে তৈরি যাতে যে কোনও পুরুষাঙ্গেই ফিট হবে। i.Con কন্ডোম ৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। Integrated micro USB দিয়ে দেওয়া যাবে চার্জ।
এবার ভাবছেন, এই কন্ডোম পাওয়া যাবে কোথায়? এখনও পর্যন্ত বাজারে আসেনি। খুব শিগগিরই আসবে। তবে আগে থেকে অর্ডার দেওয়া যাচ্ছে। দাম পড়বে ৪,৯০০ টাকা। স্মার্ট কন্ডোম কিনতে গেলে এই খরচটুকু তো করতেই হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন