স্মিথ বলছেন বটে কিন্তু কোহলিকে এভাবে আটকাতে পারবেন?

চার টেস্টের সিরিজ শুরু হবে ২০১৭-র ফেব্রুয়ারিতে। আর ২০১৬-র বড়দিন থেকেই যেন খেলাটা শুরু করে দিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর অনেক আগে থেকে মাঠের বাইরের লড়াই শুরু করে দিলেন অজি অধিনায়ক।
স্টিভেন স্মিথ সাংবাদিকদের বলেছেন, তাঁদের স্ট্র্যাটেজি কী হতে চলেছে। অজি অধিনায়ক বলেন, ‘আমরা জানি বিরাট মাঠে খুবই আগ্রাসী। আমরা এটাকেই আক্রমণ করতে চাই। আমরা ওকে মাঠে রাগিয়ে দিতে চাই। তাহলেই বিরাট এবং ওর ভারতীয় দল চাপে পড়ে যাবে।’ স্মিথ অবশ্য বিরাটের প্রশংসাও করে বলেছেন, ‘গত প্রায় দেড় বছর ধরে বিরাট এবং বিরাটের দল দুর্দান্ত পারফরম্যান্স করছে। আর ভারতে গিয়ে সিরিজ খেলাটা সবসময়ই কঠিন।’ এবার দেখার বিরাটকে রাগানোর ফল কতটা হাতে নাতে পায় অজিরা। কারণ, মিচেল জনসনকে দেওয়া সেই ‘উড়ন্ত চুমু’ যে, ক্রিকেটপ্রেমীরা ভোলেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন