স্যারের চোখের জল মুছিয়ে দিল ছাত্ররা, তবে তার আগের কীর্তি জানলে চমকে উঠবেন?

পরীক্ষায় নম্বর বৃদ্ধি-সহ একাধিক দাবিতে ৪৬ ঘণ্টা ধরে উপাচার্যকে ঘেরাও। শেষ পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাত থেকে ঘেরাও মুক্ত হলেন মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপালচন্দ্র মিশ্র।
কিন্তু ঘেরাওয়ের শেষেই দেখা গেল অবাক দৃশ্য। যে উপাচার্যকে প্রায় দু’দিন ধরে ঘেরাও করে রাখল ছাত্ররা, তারাই তৃণমূল নেতাদের নির্দেশে উপাচার্যকে জড়িয়ে ধরল। তখন উপাচার্য গোপালচন্দ্র মিশ্রও কাঁদছেন। চশমা খুলে রীতিমতো স্যারের চোখ মুছিয়ে দিল ছাত্ররাও।
ছাত্রদের দাবি, বাধ্য হয়েই তাঁরা উপাচার্যকে ঘেরাও করেছিল। তাই ঘেরাওয়ের শেষে দু’পক্ষই আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলে।
বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে এ দিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে যান তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, তৃণমূলের জেলা যুব সভাপতি অম্লান ভাদুড়ি এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমস্যায় রাজনৈতিক হস্তক্ষেপ কেন? তৃণমূল জেলা সভাপতির অবশ্য দাবি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতি নিয়েই তাঁরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন