সড়কে অবৈধ পার্কিং : রবিবার থেকে সাঁড়াশি অভিযান শুরু
রাজধানীতে দুঃসহ যানজটের জন্য যেসব কারণকে দায়ী করা হয় তার একটি অবৈধ পার্কিং। এই প্রবণতার বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে যেতে চলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রবিবার সকাল থেকেই এই অভিযানে নামতে যাচ্ছে সংস্থাটি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনও সড়কে অবৈধ পার্কিং উচ্ছেদে বড় ধরনের অভিযানে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে সেটা এখনই নয়, তার আগে ফুটপাত দখলমুক্ত করার কাজটি শেষ করে পার্কিং এর জন্য জায়গা নির্দিষ্ট করতে চায় তারা।
রবিবার থেকে অবৈধ পার্কিংবিরোধী অভিযানের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এরই মধ্যে বিআরটিএ, ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সবগুলো সংস্থাই সিটি করপোরেশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ।
রাজধানীর যানজট নিরসনে কিছুদিন আগে রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতে এই এলাকায় পথচারীদের যাতায়াত অনেকটাই নির্বিঘ্ন হয়েছে। সিটি করপোরেশন বলছে, সড়কের পুরোটা অংশ সব সময় যান চলাচলের জন্য উন্মুক্ত থাকলে নগরবাসী উপকার পাবে।
অবৈধ পার্কিং বরাবর রাজধানীর যাতায়াতের জন্য একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত। সড়কের ধারে আবাসিক বা বাণিজ্যিক ভবনের নিচতলায় বা আন্ডারগ্রাউন্ডে পার্কিং এর জন্য জায়গা রাখার বাধ্যবাধকতা রয়েছে। তবে এই নিয়ম প্রায় ক্ষেত্রেই অগ্রাহ্য করছেন ভবন মালিকরা। আর গাড়ি রাখা হচ্ছে সড়কের ধারে। কখনও কখনও দীর্ঘ সময়ের জন্য।
অলিগলির পাশাপাশি মূল সড়কেও অবৈধ পার্কিং দেখা যায় প্রায় সময়। নানা সময় স্বল্প পরিসরে বা কোনো কোনো এলাকায় অভিযান চালিয়ে সুফল মেলেনি। এই দিকটি মাথায় রেখেই এবারের অভিযান চালানো হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
ডিসিসি দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ দেবাশীষ নাগ বলেন, ‘রাজধানীর যানজটের অন্যতম কারণ অবৈধ গাড়ি পার্কিং। মার্চের ৫ তারিখ থেকে অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া ২০ বছরের বেশি পুরোনো, ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধেও অভিযান পরিচালনা হবে সেদিন থেকে।’
এই অভিযানের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘অবৈধ পার্কিং এর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে তা জানি। আমরা তাদেরকে সব রকম সহযোগিতা করব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













