শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মহিলা আঃলীগের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে এগারোটার কিছু আগে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের সম্মেলনস্থলে যোগ দেন তিনি। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।

এর আগে সকাল ১০টায় সম্মেলন শুরু হয়। সম্মেলনে সংগঠনটির শত শত নেতাকর্মী যোগ দেয়।

১৪ বছর পর মহিলা আওয়ামী লীগের এই সম্মেলন উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সহযোগী সংগঠনগুলোকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় সহযোগী সংগঠনগুলোর সম্মেলন হচ্ছে। সে মোতাবেক শনিবার মহিলা আওয়ামী লীগের সম্মেলন এবং ১১ মার্চ যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে মহিলা আওয়ামী লীগ। তাই তাদের বাইরে রেখে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা ঠিক হবে না। আর সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সংগঠনগুলোর ওপর গুরুত্বারোপ করার নির্দেশ দিয়েছেন।

নেতৃত্ব নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মহিলা আওয়ামী লীগের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীণ-প্রবীনের সমন্বয়ে যেমন এ সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হবে তেমনি আগামী জাতীয় নির্বাচনকেও গুরুত্ব দেয়া হবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, এ সম্মেলনে আধুনিক, সৎ, শিক্ষিত এবং দীর্ঘদিন ধরে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকেই নেতৃত্বে আনা হবে।

মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ সম্মেলন সম্পর্কে বলেন, সম্মেলনকে সফল করতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে ২৭ সদস্য বিশিষ্ট জাতীয় সম্মেলন প্রস্তুতি গঠন করা হয়েছে। এছাড়াও সম্মেলনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফ সভাপতি ও পিনু খান সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে

রফতানি নীতি এর খসড়া (২০২৪-২০২৭)- অনুমোদন হয়েছে। এতে রফতানির কিছুবিস্তারিত পড়ুন

৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 

ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন

  • এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ছয় দেশ
  • আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
  • কমরেড রনো চির জাগরূক থাকবেন
  • উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি
  • সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • আমাদের মূল চালিকাশক্তি অসাম্প্রদায়িকতার প্রতীক পয়লা বৈশাখ : পররাষ্ট্রমন্ত্রী
  • উন্নত দেশ গড়াতে একসাথে কাজ করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • আগামীকাল আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী