সড়ক দুর্ঘটনা এড়াতে সকলকে সচেতন হতে হবে: নৌমন্ত্রী

সড়ক দুর্ঘটনা এড়াতে মালিক, শ্রমিক, যাত্রী, পথচারীসহ সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সড়ক নৌ ও রেল পথে দুর্ঘটনা রোধকল্পে গঠিত সংগঠন সেভ দ্য রোড আয়োজিত ‘ঈদ আসন্ন : নিরাপদ দেশ- সড়ক ও জীবন গড়তে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি।
নৌমন্ত্রী আরো বলেন, সড়ক দুর্ঘটনার জন্য কেবলমাত্র চালককে দায়ী করলে চলবে না। মালিকদের দেখতে হবে গাড়ি ফিট আছে কিনা, চলন্ত গাড়িতে যাত্রীদের চালকের সঙ্গে কথা না বলা, দেখেশুনে পথ পারি দেওয়া ও গ্রামের রাস্তায় গরু ছাগল বেঁধে না রাখা রোধ করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান মঞ্জূরুল আলম টিপু, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশেনের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান হুমায়রা আফরিন রুমি, সংগঠনের সাধারণ সম্পাদক ল্য়ান শান্তা ফারজানা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন