হঠাৎ একি হলো মাহমুদউল্লাহর

গত দুটি বছর বাংলাদেশ দলের সাফল্যে সামনের কাতারে থেকে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মাহমুদউল্লাহ। মিডলঅর্ডার ব্যাটিংয়ে বাংলাদেশ দলের আস্থার প্রতীক বলা হয় তাঁকে। অথচ বেশ কিছুদিন ধরে হাসছে না তাঁর ব্যাট।
চলমান নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডের একটিতেও ব্যাট হাতে সাফল্য পাননি মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে শূন্য, দ্বিতীয় ম্যাচে ১ এবং তৃতীয় ম্যাচে ৩ রান নিয়ে সাজঘরে ফিরেছেন তিনি।
তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে, হঠাৎ কী হলো এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। কারণ, এর আগে কখনোই তাঁকে এতটা ব্যর্থরূপে দেখা যায়নি। তাহলে কি মাহমুদউল্লাহ ফর্মখরায় ভুগছেন।
বাংলাদেশ দলে যে কয়জন ব্যাটসম্যান নিজের ব্যাটিং নিয়ে অনেক বেশি ভাবেন এবং এর জন্য পরিশ্রমও করেন, তাঁদের মধ্যে একজন মাহমুদউল্লাহ। তাঁর ব্যর্থতা দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
চোটের কারণে মুশফিকুর রহিম দলে নেই, মাহমুদউল্লাহ ফর্মখরায়। সে কারণে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দুর্দশা ভালোভাবেই ফুটে উঠেছে। বিশেষ করে গত দুটি ম্যাচে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ওপেনাররা ভালো ভীত গড়ে দিলেও মিডলঅর্ডারদের ব্যর্থতায় দল সাফল্য পাচ্ছে না।
অবশ্য গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত তাঁর পাওয়া দুটি শতকই এ কন্ডিশনে হয়েছে। তা ছাড়া হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর ১২৩ বলে ১২৮ রানের ইনিংসটি এখনো হয়তো অনেকেই ভোলেনি। সেই তিনিই কি না একই কন্ডিশনে এবার চরমভাবে ব্যর্থ হচ্ছেন। কেন?
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন