রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘হনুমানটির আচরণ ছিল মানুষের মতো’

কাচের টুকরো লেগে গত বৃহস্পতিবার আহত হয়েছিল কালোমুখো একটি হনুমান। এরপর তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় সাতক্ষীরার তালা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে। সেখানে টানা দুদিন তার চিকিৎসা চলে। কিন্তু চিকিৎসা শেষ না করেই সঙ্গীরা আজ শনিবার ওই হনুমানটিকে নিয়ে চলে গেছে।

তালা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান জানান, উপজেলার সুভাষিণী এলাকার এক ব্যক্তি আহত হনুমানটিকে ভ্যানে করে এনেছিলেন তাঁর কাছে। জানালার কাচের আঘাতে হনুমানটির তলপেট চিরে রক্তক্ষরণ হচ্ছিল।

শাহিনুর রহমান জানান, হনুমানটি চিকিৎসা গ্রহণের সময় পুরোপুরি মানবসন্তানের মতোই আচরণ করে। দুদিন ধরে হনুমানটিকে তিনি সব ধরনের চিকিৎসা দিয়ে তার বিশ্রাম ও আহারের ব্যবস্থা করে দেন। তার সুস্থ হতে আরো সপ্তাহ দুয়েক সময় লাগত। কিন্তু তার আগেই আজ সকালের দিকে হনুমানটির দুই সঙ্গী এসে তাকে সঙ্গে করে নিয়ে গেছে বলে জানিয়েছেন তাঁর অফিস কর্মচারী।

সুভাষিণী গ্রামের ব্যবসায়ী কামরুজ্জামান জানান, হনুমানটি দুই তিনদিন ধরে তাঁর বাড়ির পাশে একটি বড় গাছে আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার হনুমানটি তাঁর বাড়ির দোতলায় উঠে জানালার কাচের কাছে গিয়ে তার প্রতিচ্ছবি দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে জানালায় আঘাত করে। এতে কাচ ভেঙে তার পেটের তলদেশে বিদ্ধ হয়।

মারাত্মক জখম হয়ে পড়ায় কামরুজ্জামান প্রতিবেশীদের সহায়তায় সাহস করে হনুমানটিকে উদ্ধার করে একটি ভ্যানে তুলে নিয়ে যান তালা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে। তিনি জানান, ধরাধরি করে ভ্যানে তোলা এবং নিয়ে যাওয়ার সময় থেকে হনুমানটি তাঁদের সঙ্গে কোনো রকম পশুসুলভ আচরণ করেনি। এমনকি চিকিৎসক তাঁর চিকিৎসার জন্য যে যে ব্যবস্থা নিয়েছেন তাতেও সে বাধা দেয়নি।

এর আগে খবর পেয়ে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারসহ সুধীজনরা হনুমানটিকে দেখতে আসেন। তাঁরা হনুমানটির আশ্রয়, চিকিৎসা ও আহারের নিশ্চয়তা দিয়ে হনুমানটির যত্ন নেওয়ার আহ্বান জানান।

স্থানীয় লোকজন জানান, পাশের যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামে রয়েছে বিপুলসংখ্যক হনুমান। এরা এখন খাদ্য সংকটে কেশবপুর ছেড়ে এদিক-ওদিক চলে যেতে শুরু করেছে। তালায় আঘাত খেয়ে অসুস্থ হনুমানটি এদেরই একটি বলে জানান তাঁরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ