হবিগঞ্জের ৪ শিশুর পরিবারকে আড়াই লাখ টাকা অনুদান
হবিগঞ্জের বাহুবলে হত্যার শিকার ৪ শিশুর পরিবারকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পক্ষ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
এ ছাড়াও বাহুবল আলিফ সোবহান চৌধুরী মহাবিদ্যালয়ের গভর্নিংবডির পক্ষ থেকে নিহত শুভ, মনির, তাজেল ও ইসমাইলের ব্যবহৃত জিনিস রাখার জন্য একটি করে ছোট আলমারি দেওয়া হয়েছে।
চার শিশুর মায়েদের কাছে শনিবার বিকেলে টাকা ও আলমারি তুলে দেন হবিগঞ্জ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ সময় সুন্দ্রাটিকি গ্রামের মুরুব্বিয়ান ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি বিকেলে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) ও তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। নিখোঁজের পাঁচ দিন পর বুধবার সকালে উপজেলার সুন্দ্রাটিকি এলাকা থেকে এক কিলেমিটার দূরে ইছাবিলে তাদের বালিচাপা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে পুলিশ সাতজনকে আটক করেছে। পরে আটক রুবেল, জুয়েল, বশির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন