হরতালের দিনে রাজধানীতে তীব্র যানজট!
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের দিন রাজধানীর অধিকাংশ এলকায় তীব্র যানজট দেখা গেছে।
দুপুরে রাজধানীর কলাবাগান থেকে কলেজ গেট পর্যেন্ত তীব্র যানজট দেখা গেছে। অন্য দিন গুলোর মত আজ বুধবার সকালে এ রোডে যানবাহনের চাপ কম থাকলেও দুপরে তা দ্রুত বৃদ্ধি পায়, এ সময় সবধরনের পরিবহণের চাপ বাড়তে থাকে।
এদিকে মহাখালী থেকে ফার্মগেট পর্যন্ত যানজট দেখা গেছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যায় পরিবহন গুলোকে।
হরতালে সকাল থেকে রাজধানীতে জনজীবন স্বাভাবিক ছিল। কর্মব্যস্ত মানুষ হরতাল উপেক্ষা করে অন্যান্য দিনের মতোই সকাল থেকে কর্মস্থলে যেতে থাকে। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। সেখানে পথচারী, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা থামিয়ে চলছে তল্লাশি।
পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন সাঁজোয়াযান টহল দিতে দেখা গেছে। রাজধানীতে অন্যান্য দিনের মতোই ছোট-বড় বাস, মাইক্রো বাস, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও সাধারণ রিকশা চলাচল করতে দেখা গেছে।
সরেজমিনে রাজধানীর ধানমন্ডি, বাংলামটর, ফার্মগেট, আসাদ গেট, সংসদ ভবন, কাওরানবাজার, শাহবাগ, মতিঝিল, দৈনিক বাংলা, পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
উল্লেখ্য, উল্লেখ, মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বুধবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দেয় তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন