হরতালের সমর্থনে শাহবাগে সংহতি সমাবেশ শুক্রবার

তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আগামী ২৫ এপ্রিল আহুত হরতালের সমর্থনে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করবে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তনুসহ সারাদেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে চলমান ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে আগামী ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচীর সমর্থনে এই সংহতি সমাবেশ আহ্বান করা হয়েছে।
সংহতি সমাবেশে উপস্থিত থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক নাসিম আক্তার হোসাইন, অধ্যাপক গীতিয়ারা নাসরিন, নাট্টকর্মী সামিনা লুৎফা নিৎরা, অধ্যাপক এমএম আকাশ, তানজিম উদ্দিন খান, অধ্যাপক আহমেদ কামাল, আকমল হোসেন, ফাহমিদুল হক, সান্তনু মজুমদার, আফরোজা বুলবুল, আজফার হোসেন, আখতারুজ্জামান, বিডি রহমতুল্লাহ, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, নাহিদ ইসলামসহ জাতীয় রাজনৈতিক সংগঠনসমূহের প্রধান নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদী গান পরিবেশন করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন