হরতালের সমর্থনে শাহবাগে সংহতি সমাবেশ শুক্রবার

তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আগামী ২৫ এপ্রিল আহুত হরতালের সমর্থনে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করবে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তনুসহ সারাদেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে চলমান ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে আগামী ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচীর সমর্থনে এই সংহতি সমাবেশ আহ্বান করা হয়েছে।
সংহতি সমাবেশে উপস্থিত থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক নাসিম আক্তার হোসাইন, অধ্যাপক গীতিয়ারা নাসরিন, নাট্টকর্মী সামিনা লুৎফা নিৎরা, অধ্যাপক এমএম আকাশ, তানজিম উদ্দিন খান, অধ্যাপক আহমেদ কামাল, আকমল হোসেন, ফাহমিদুল হক, সান্তনু মজুমদার, আফরোজা বুলবুল, আজফার হোসেন, আখতারুজ্জামান, বিডি রহমতুল্লাহ, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, নাহিদ ইসলামসহ জাতীয় রাজনৈতিক সংগঠনসমূহের প্রধান নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদী গান পরিবেশন করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন