হরতালে অচল পাবনার সুজানগর
পাবনার সুজানগরে নিজাম উদ্দিন আজগর আলী কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির ডাকে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল-অবরোধ চলছে।
নিজাম উদ্দিন আজগর আলী কলেজের নাম জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদে ও পুনরায় বহাল রাখার দাবিতে এই হরতাল-অবরোধের ডাক দেয়া হয়।
হরতালে সকাল থেকে সুজানগরের সঙ্গে জেলা সদরসহ অন্যান্য সব রুটে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সুজানগর সদরের সব ধরনের দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা বন্ধ রয়েছে।
এমনকি উপজেলা পরিষদসহ সব সরকারি অফিসেও বিক্ষুব্ধরা তালা মেরে দেয়। হরতালের সমর্থনে সকাল থেকে উপজেলা সদরে দফায় দফায় মিছিল বের করে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এসব কর্মসূচিকে কেন্দ্র করে মূলত সুজানগর অচল হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছরের জুলাই মাসে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী কলেজের নাম জাতীয়করণের তালিকায় প্রকাশ করা হয়। কিন্তু গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় এর পিএস-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী কলেজটিকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দিয়ে একই উপজেলার দুলাই ডা. জহুরুল কামাল কলেজকে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেয়া হয়।
এ ঘটনার পর থেকেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এরপর তারা নিজাম উদ্দিন আজগর আলী কলেজ জাতীয়করণ রক্ষা কমিটি গঠন করে আন্দোলন শুরু করে।
বিক্ষুব্ধরা বলেন, নিজাম উদ্দিন আজগর আলী কলেজের নাম জাতীয়করণের তালিকায় পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন
পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন