হরতাল দিয়ে উধাও জামায়াত
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে চূড়ান্ত রায়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি বহাল রাখায় দেশব্যাপী ঢিলেতালে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হরতাল চলবে।
বুধবার দুপুরে আপিল বিভাগ মুজাহিদের রায় রিভিউয়ের আবেদন খারিজ করলে এক বিজ্ঞপ্তিতে এ হরতালের ডাক দেয় দলটি।
জামায়াতের ডাকা এ হরতালেও অন্যান্য দিনের মতোই কাজে বের হয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। রাস্তায় নেমেছে বিপুলসংখ্যক গণপরিবহনও।তবে মানুষের মধ্যে সকালের দিকে কিছুটা ভীতি থাকলেও ধীরে ধীরে তা কেটে যাচ্ছে।
ভোর ৬টায় হরতাল শুরুর পর রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এমনকি কর্মসূচির সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং করতেও দেখা যায়নি সংগঠনটির নেতাকর্মীদের।লঞ্চ,ট্রেন ঠিক সময়ে নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে। দূরপাল্লার বাস ছেড়ে গেছে যথারীতি। তবে যাত্রী কম থাকায় সব স্টেশন থেকে বাস সময়মতো ছাড়েনি।
তবে হরতালের আগের দিন সন্ধ্যা ও রাতে রাজশাহীসহ দেশের কিছু এলাকায় মিছিল-কটটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।
হরতালকে কেন্দ্র করে যাতে রাজধানীতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য অতিরিক্তি পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি।
প্রসঙ্গত, বুধবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রাখে। এর মাধ্যমে এই দুই নেতার ফাঁসি কার্যকরে আর কোনো আইনি বাধা রইলো না। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন