‘হাঁটু ভাঙ্গা স্থায়ী কমিটি নিয়ে আন্দোলন হবে না’
চট্রগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ড. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন, তারেক রহমানের সাথে যদি দেখা করতে হয় তবে লন্ডনে গিয়ে দেখা করেন। হজ্বের নামে সৌদি আরবে গিয়ে নয়। দেশের এই ক্রান্তিকালে আপনার এই হজ্বে যাওয়াকে আমি যুক্তিসঙ্গত বলে মনে করছিনা। রাসুলুল্লাহ (সা:) তার জীবনে শুধুমাত্র একবার হজ্ব পালন করেছিলেন। দেশের এই ক্রান্তিকালে আপনার দেশের মানুষের পাশে থেকে গনতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়া উচিত।
সাবেক প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্রগ্রামের মুসলিম হলে এক নাগরিক স্বরনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন “ম্যাডাম, এই হাঁটু ভাঙ্গা স্থায়ী কমিটি নিয়ে আপনি রাজপথে আন্দোলন করতে পারবেন না, এই কমিটি দিয়ে আর আর যাই হোক আন্দোলন হবে না।”
ড. জাফরউল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ঢাকা থেকে না সরিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার টুঙ্গিপাড়া থেকে ঢাকায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী জাফর আহমেদ ভাষা আন্দোলনে, মহান মুক্তিযুদ্ধে, সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনসহ বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ও দেশের উন্নয়নে অসামান্য ভূমিকা রেখে গেছেন। মৃত্যুর পরও তিনি যুগ যুগ বেচেঁ থাকবেন মানুষের মনে। তার কর্ম যুগে যুগে সাহস ও শক্তি যোগাবে এদেশের ছাত্র, শ্রমিক ও মেহনতী মানুষকে
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্রগ্রাম বার কাউন্সিলের সাবেক সভাপতি এডভোকেট কবির চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন