হাতির চেয়ে বড় ইঁদুরের শুক্রানু!
ইঁদুরের শুক্রানু লম্বায় হাতির শুক্রানুর চেয়ে অনেক বড়। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
এর কারণ হিসেবে বলা হয়েছে, ছোট্ট ছোট্ট জীবদের মেটাবলিজিমের হার অনেক বেশি। ফলে তারা সহজেই অনেক বড় বড় স্পার্ম তৈরি করতে পারে। হাতির মত বড় প্রাণীদের মহিলাদের ইউটেরাস প্যাসেজটা অনেকটা লম্বা হয়। মিলনের সময়ে লম্বা লেজের স্পার্মের পক্ষে এতটা রাস্তা দৌড়িয়ে ডিম্বাণু নিষেকটা বেশ সমস্যার। যে পরিমাণ এনার্জি লম্বা স্পার্ম তৈরি করতে ইঁদুররা ব্যয় করে, সেই এনার্জিতে হাতিরা অনেক বেশি সংখ্যায় স্পার্ম তৈরি করে।
ক্ষুদে মাছি ড্রসোফিলার শুক্রানু লম্বায় জীবজগতে সবচেয়ে বড়। আসলে কোনও পশু আকারে যত বড় হয়, তার শুক্রাণু লম্বায় ততটাই ছোট হয়।
বড় বড় জীবেদের ক্ষেত্রে সফল নিষেকের সম্ভাবনা ছোট প্রাণীদের থেকে কম তাই তাদের অনেক বেশি সংখ্যক শুক্রাণু তৈরি করতে হয়।
ইঁদুরের মত ছোট প্রাণীদের ইউটেরিয়ান প্যাসেজ অনেক ছোট হয়, সে ক্ষেত্রে লম্বা লেজের ইঁদুরের শুক্রাণু খুব সহজে দ্রুত গতিতে ডিম্বাণু নিষিক্ত করতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন