হাতে এই বিশেষ চিহ্নগুলি রয়েছে? তাহলে প্রেম ও বিয়ের ব্যাপারে সাবধান
জ্যোতিষ শাস্ত্র এবং করোষ্ঠী শাস্ত্র মতে, কোনও মানুষের হাতের প্রেম রেখা বা হৃদয় বিশ্লেষণ করে বুঝে নেওয়া যায় তাঁর প্রেম জীবন বা দাম্পত্য জীবন কেমন যাবে। হাতের প্রধান তিনটি রেখার মধ্যে সবথেকে উপরে থাকে এই হৃদয় রেখা। ডান হাতের তালুর বাঁ দিক ও বাঁ হাতের তালুর ডান দিকের ধার থেকে শুরু হয়ে সাধারণত মধ্যমা বা তর্জনীর নীচের দিকের অংশ পর্যন্ত এই রেখা বিস্তৃত হয়। জ্যোতিষ শাস্ত্রে ছেলেদের ক্ষেত্রে ডান হাতের তালুতে ও মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের তালুতে এই রেখার উপরে ফুটে ওঠা বিশেষ কিছু চিহ্ন সম্পর্কে সতর্ক করে দেওয়া হচ্ছে।
১. ত্রিভুজ ও চতুষ্কোণ: হৃদয় রেখার উপরে বা সংলগ্নভাবে ত্রিভুজ ও চতুষ্কোণ থাকা মোটেই ভাল লক্ষণ নয়। যদি—
ক) ত্রিভুজটি হৃদয় রেখার উপরে থাকে তাহলে বুঝতে হবে, প্রেমের ব্যাপারে মতিস্থির করতে আপনি অক্ষম। অন্যদের প্রেম বা দাম্পত্য জীবনে অনধিকার প্রবেশ করার স্বভাব রয়েছে আপনার। তাছাড়া হার্টের রোগের সম্ভাবনাও রয়েছে আপনার।
খ) যদি হৃদয় রেখার নীচে থাকে এই ত্রিভুজ তাহলে ভালবাসার মানুষের সঙ্গে যখন আপনি সময় কাটাচ্ছেন তখনই কোনও দুর্ঘটনায় আপনার বুকে আঘাত পাওয়া বা হার্টের রোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
গ) যদি চতুষ্কোণ থাকে হৃদয় রেখার মাঝামাঝি কোনও অংশে তাহলে প্রেমের জন্য প্রচুর মানসিক যন্ত্রণা ভোগ করতে হবে আপনাকে। এমনকী জীবনের কোনও সময়ে আত্মহত্যার চিন্তাও দেখা দিতে পারে।
২. লম্বালম্বি ছোট ছোট কাটা দাগ: যদি হৃদয় রেখার উপর পরপর লম্বালম্বি একাধিক কাটা দাগ থাকে, তাহলে বুঝতে হবে প্রেমে বা দাম্পত্য জীবনে ব্যর্থতা, মানসিক যন্ত্রণা ও হতাশার সম্মুখীন হতে হবে আপনাকে। এই যন্ত্রণা আপনার পেশাগত জীবনে অগ্রগতিকেও বিঘ্নিত করতে পারে। মাঝ বয়সের পর এইসব সমস্যা বাড়বে, সেই সঙ্গে দেখা দিতে পারে হাইপারটেনশন বা ডায়বেটিসের মতো শারীরিক সমস্যাও।
৩. কাটাকুটি চিহ্ন: যদি আপনার হৃদয় রেখার উপরে কোথাও কাটাকুটি বা ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনার প্রেম বা দাম্পত্য জীবন আপনার পড়াশোনা, পেশা বা অন্যান্য শখের জায়গাগুলিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনার কারণে আপনার ভালবাসার মানুষের কোনও গুরুতর বিপদের সম্ভাবনাও অনেক সময়ে চিহ্নিত করে এই কাটাকুটি দাগ।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন