হাত-পা-মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণঃ মামলায় ফাঁসি

লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে চার আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইদুর রহমান গাজী এ রায় প্রদান করেন।
ফাঁসির রায় প্রাপ্তরা হচ্ছেন জেলার সদর উপজেলার রশিদপুর এলাকার আব্দুর জব্বারের ছেলে নাসির উদ্দিন (২৮), মো. হাশেমের ছেলে মাসুদ আলম (২০), তোফায়েল আহম্মদের ছেলে মো. বাহার (২৪) ও আলী আহম্মদের ছেলে মহিন হোসেন (২১)।
এদের মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছেন এবং অপর আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ আগস্ট দিবাগত রাতে রশিদপুর এলাকার এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে আসামিরা হাত-পা-মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন (১৯ আগস্ট) নির্যাতিতা ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন।
লক্ষ্মীপুর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন