‘হানি’ সিংদের গানে রয়েছে ‘যৌন মধুও’!
কৈশোরকে মদ্যপান ও যৌনতায় ‘অনুপ্রাণিত’ করছে র্যাপ মিউজিক। গবেষণা বলছে এমনই। যার মূলে রয়েছে র্যাপ গানের রগরগে কথা।
গত দু’ বছর সময়ে প্রায় ৪৫০ জন পড়ুয়ার উপর গবেষণা চালান গবেষকরা। দেখা যায়, যারা র্যাপ মিউজিক শোনে, তারা অন্যদের থেকে প্রায় আড়াই গুন বেশিবার সেক্স করেছে। র্যাপ মিউজিকের রগরগে কথা তাদের হরমোনের ক্ষরণ বাড়িয়ে উত্তেজিত করে তোলে। ফলে তারা যৌনতায় লিপ্ত হয় বেশি।
একইসঙ্গে অতিরিক্ত র্যাপ মিউজিক শোনা তাদের মদ্যপানের প্রতি আসক্তও করে তোলে। হাউস্টাউনের ইউনিভার্সিটি অফ টেক্সাস হেল্থ সায়েন্স সেন্টারের একদল গবেষক এই গবেষণা চালান। তাঁরা দেখেন, ক্লাস সেভেন থেকেই যারা র্যাপ মিউজিক শুনে শুনে কান পাকিয়েছে, তাদের বেশিরভাগই ক্লাস নাইনেই প্রথমবার যৌন সম্পর্ক স্থাপন করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন