হানি সিংয়ের গান শুনে পালাচ্ছে বুনো শুয়োরের পাল!
শুধু ভারত নয়, গত কয়েক বছরে ইয়ো ইয়ো হানি সিংয়ের গানে মেতেছে আসমুদ্রহিমাচল। সম্প্রতি এই গায়কের কদর বেড়েছে উত্তরাখণ্ডের প্রত্যন্ত গ্রামগুলিতে। জানা গেছে, ফসলখেতে বুনো শুয়োরের হানা রুখতে হানির গান না কি অব্যর্থ দাওয়াইয়ের কাজ করছে। গানের শব্দে খেত ছেড়ে দিগ্বিদিক ছুটে পালাচ্ছে হানাদার শুয়োরের পাল।
শুনতে অদ্ভুত ঠেকলেও ঘটনা সত্যি। উত্তরাখণ্ডের গ্রামীণ অঞ্চলে ফসলখেতে বন্য শুয়োরের হামলা চিরকালের সমস্যা। প্রবাদপ্রতিম শিকারি তথা বন্যপ্রাণী সংরক্ষক ও লেখক জিম করবেট একদা তার ছোটা হলদোয়ানি গ্রামটি পাথরের দেওয়াল গেঁথে ঘিরে ফেলেছিলেন স্রেফ বুনো শুয়োরের তাণ্ডব রুখতে। প্রশাসনের তরফে হামলা ঠেকাতে শুয়োর নিধনের অনুমোদন দেওয়া হলেও বিশেষ ফল মেলেনি।
অবশেষে জেরবার কৃষকরা আচমকা আবিষ্কার করে ফেলেছেন মোক্ষম ওষুধ। ফসল খেতে শুয়োরের পাল ঢুকলেই লাউডস্পিকারের মাধ্যমে হানি সিংয়ের গান উচ্চ শব্দে চালিয়ে দেওয়া হচ্ছে।
চাষিদের দাবি, গান শুরু হতে না-হতেই উর্ধশ্বাসে পালাচ্ছে শুয়োরের পাল।
জানা গেছে, হানি-গীতির মহিমা দেখে এর পর অন্যান্য পঞ্জাবি গায়কদের গানও শুয়োর খেদানোর কাজে ব্যবহার করা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, এতে শুধু শুয়োর নয় অন্য পশুরাও ফসল খেতের ছায়া মাড়াচ্ছে না।
জানা গেছে, হানি সিংয়ের গানের উপকারিতা হাতে-নাতে প্রথম টের পান নৈনিতালের ধারি গ্রামের বাসিন্দারা। স্থানীয় কৃষক বিশান জাঁটওয়ালা তার আলুর খেতে লাউডস্পিকার বসিয়ে হানির গান চালালে শুয়োরের দল চমকে উঠে পলকে চম্পট দেয়।
বিশানের ব্যাখ্যা, ‘বড়দের কাছে শুনেছিলাম, বন্য পশুরা সচরাচর মানুষের অস্তিত্ব এড়িয়ে চলে। গান শুনলে ওরা ভাবে কাছাকাছি নিশ্চয় মানুষ রয়েছে। এই বুদ্ধিটাই কাজে দিয়েছে।
ধারি গ্রামের সাফল্যের খবর ছড়িয়ে পড়তে অন্যান্য গ্রামেও কদর বাড়ছে হানি সিংয়ের গানের সিডির। অত্যুত্সাহী কিছু কিছু গ্রামে আবার মাঝে-সাঝে সেই গানের পাশাপাশি তারস্বরে বাজানো হচ্ছে ভক্তিগীতিও।
তবে পর্যবেক্ষকদের দাবি, বুনো শুয়োর, নীলগাই, শেয়ালের উপদ্রব রুখতে সবচেয়ে কাজ দিচ্ছে ইয়ো ইয়ো হানি সিংয়ের হিট গানগুলিই।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন