হামলার আশঙ্কা চট্টগ্রাম বিমানবন্দরে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতামূলক হামলার আশঙ্কা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুর্বৃত্তরা যাত্রীবেশে বিমানে উঠে বিমান ছিনতাই বা বিস্ফোরকসহ এ হামলা চালাতে পাওে বলে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এয়ারপোর্ট আমর্ড পুলিশের (এপিবিএন) শতাধিক সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম শহীদুর রহমান জানান, এয়ারপোর্ট আমর্ড পুলিশের (এপিবিএন) শতাধিক সদস্য মঙ্গলবার সকাল থেকে বিমানবন্দরে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, বিমানবন্দরে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিমানের প্রতিটি যাত্রীকে কঠোর নজরদারি ও তল্লাশির মাধ্যমে বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
বিমানের যাত্রী, বিমাবন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া কাউকে বিমাবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিমানবন্দরের অভ্যান্তর ছাড়াও বিমানবন্দরের বাইরে র্যাব, পুলিশের সতর্ক টহল রাখা হয়েছে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
পুলিশ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিমাবন্দরে এ ব্যবস্থা বলবত থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন