বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হারের চিন্তা মাথায় নেই টাইগারদের

পচেফস্ট্রম টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সংগ্রহটা আরও বড় হতে পারতো। প্রথম দিন শেষে সাব্বির রহমান তো ৭০০ কিংবা ১ হাজার রান মাথায় চেপে যাওয়ারও আশংকা করছিলেন। তবে হাতে অনেক উইকেট থাকলেও অতদূর যায়নি প্রোটিয়ারা। প্রথম ইনিংস তারা ঘোষণা করে দিয়েছে ৩ উইকেটে ৪৯৬ রানে।

জবাব দিতে নেমে ৩ উইকেটে ১২৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। টাইগাররা এখনও পিছিয়ে ৩৬৯ রানের বড় ব্যবধানে। ফলোঅন এড়াতেও প্রয়োজন ১৭০ রান। সত্যিই কি ম্যাচটা বাঁচাতে পারবে বাংলাদেশ? দ্বিতীয় দিন দেশে সফরকারি দলের প্রতিনিধি হয়ে আসা তাসকিন আহমেদ তো জানালেন, ম্যাচ বাঁচানোর দুশ্চিন্তা নাকি মাথাতেই নেই তাদের। বরং ড্র এমনকি জয়ের কথাও ভাবছেন তারা!

পরে কি হবে সেটা সময়ই বলে দেবে, তবে বাংলাদেশ যে এই ম্যাচে ভীষণ চাপে আছে সেটা অস্বীকার করার উপায় নেই। দক্ষিণ আফ্রিকায় খেলা আগের চার টেস্টেই ইনিংস ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা আছে টাইগারদের। এবারও তেমন কিছু হবে না তো?
হার এড়ানো সম্ভব?’-এমন প্রশ্নের জবাবে তাসকিন আত্মবিশ্বাসী কন্ঠে বলেন, ‘হার এড়ানো সম্ভব কী না? অবশ্যই। হারার চিন্তা তো একদমই করছি না। যদি জেতা সম্ভব না হয়, তাহলে ড্র করবো ইনশাল্লাহ।’

শুধু তাসকিন নন, বাংলাদেশ ড্রেসিংরুমে কেউই নাকি ফলোঅন কিংবা হারের কথা মাথাতেও আনছেন না। দলের লক্ষ্য মূলত লিড নেয়ার, জানিয়েছেন বাংলাদেশ দলের এই গতিতারকা, ‘ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ের সময় যতক্ষণ আমি ড্রেসিংরুমে ছিলাম, একবারের জন্যও শুনিনি বা ভাবিনি ফলোঅনের কথা। আমরা চিন্তা করছি, যত লম্বা সময় খেলা যায়। যত বেশি রান করা যায়। লক্ষ্য থাকবে, লিড নেওয়ার। লিড নিতে না পারলেও কাছাকাছি যাওয়ার, যেন দ্বিতীয় ইনিংসে বোলারদের বোলিং করতে সুবিধা হয়।’

টসে জিতে বাংলাদেশ দলের ফিল্ডিং বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। অধিনায়ক-কোচকে এজন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন টাইগার ভক্ত সমর্থকরা। তবে তাসকিন জানালেন, কারও একক সিদ্ধান্তে ফিল্ডিং নেয়া হয়নি, সবাই আলোচনা করেই এটা হয়েছে। তিনি বলেন, ‘আমরা এই পিচে আরও বাউন্স আশা করেছিলাম, কারণ পাশের উইকেটে বাউন্স দেখেছি। আর সিদ্ধান্ত নেয়ার সময় অধিনায়ক আর কোচ দলের মতামত নেন। এটা দলীয় সিদ্ধান্ত, কারও একার নয়।’

তবে যা কিছুই হোক; তাসকিন মনে করছেন, এই ধরণের ফ্ল্যাট উইকেটে খুব একটা খারাপ বোলিং করেননি তারা। তিনি বলেন, ‘বেশি উইকেট নিতে পারিনি বলে আমরা হতাশ। তবে আমরা খারাপ বোলিং করিনি। যদি সেটা হতো, তবে তারা ৬০০ রানের কাছাকাছি করে ফেলত। এখনও আমরা নিজেদের নিয়ে খুশি, আমরা আসলেই ভালো বোলিং করেছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি