হাল ধরলেন মুশফিক
চার উইকেট হারিয়ে বাংলাদেশ যখন বিপাকে ঠিক তখনই দলের হাল ধরলেন দুই তারকা ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ধীরে সুস্থে ব্যাট করে যাচ্ছেন দু’জন।
এর আগে দলীয় ৮১ রানে দুই উইকেট হারালেও পরের ২৩ রানের জন্য আরও দুই উইকেট খোয়ায় মুশফিক বাহিনী। তাছাড়া নিজের ইনিংসটা লম্বা করার আগেই ফিরে গেছেন মমিনুল হক। গ্যারেথ ব্যাটির বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নিতে হয়েছে মমিনুলকে। আউট হওয়ার আগে ৪টি চারের সাহায্যে ২৭ রানের ইনিংস খেলেছেন তিনি।
২৮৬ রানের জয়ের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই হয় বাংলাদেশের। কিন্তু দলীয় ৩৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙেন মঈন আলী। তামিমকে ফেরান এই ইংলিশ অলরাউন্ডার। এরপর যেন নিজের উইকেটটা ইংলিশদের উপহার দিয়ে এলেন ইমরুল কায়েস। আউট হওয়ার আগে ৪৩ রান এসেছে ইমরুলের ব্যাট থেকে।
দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে অল আউট হয় ইংল্যান্ড। চট্টগ্রাম টেস্ট জিততে বাংলাদেশের দরকার ২৮৬ রান। আগের দিনের ৮ উইকেটে ২২৮ রান নিয়ে রোববার দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিন শুরু করে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে ৮৫ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে ২৪৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এছাড়া মাহমুদউল্লাহর ৩৮, সাকিবের ৩১ রান দলের সংগ্রহে অবদান রাখে।
টেস্টর প্রথম দিন ২৯৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন