হাসপাতালে স্বামীর লাশ ফেলে পালাল স্ত্রী

কেরানীগঞ্জে মোঃ পারভেজ (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই যুবকের পরিবারের লোকজনের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে নিহত হয়েছে পারভেজ। এদিকে পারভেজের লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরী বিভাগে ফেলে পালানোর অভিযোগ উঠেছে তার স্ত্রী বিউটি বেগমের বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কুশিয়ারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, পারভেজ পুরান ঢাকার ইসলামপুরে একটি কাপড়ের দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করত। ৮ মাস পূর্বে স্থানীয় অলি বাবুর্চীর মেয়ে বিউটি বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর ওই এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। তার বাবার নাম রজ্জব আলী।
পারভেজের মামা আব্দুল বাসের জানান, বিয়ের পর থেকেই পারিবারিক ও সাংসারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। প্রায়ই ঝগড়াঝাটি হতো তাদের মধ্যে। তিনি অভিযোগ করেন, শনিবার সকালে পারভেজের বাসায় তার স্ত্রী ও শ্বাশুড়ি মিলে তাকে পিটিয়ে এবং কিলঘুষি মেরে গুরুতর আহত করে। তাদের মারধরের কারণে পারভেজ মারা যায়। তখন স্ত্রী ও শ্বাশুড়ি মিলে পারভেজ গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যার করেছে বলে প্রচার করে। পরে তারাই চিকিৎসার নাটক করে মিটফোর্ড হাসপাতালে তাকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে জরুরী বিভাগে পারভেজের লাশ ফেলে তারা চলে আসে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নৎ আলী জানান, স্যার লিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাপাতালের জরুরী বিভাগ থেকে সংবাদ পাই। সেখানে গিয়ে পারভেজের লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের গলায় ও মুখোমন্ডলে কালো রংয়ের দাগের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন