হাসপাতাল ছেড়েছেন মুস্তাফিজ

বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কাঁধে সফল অস্ত্রোপচারের পর দু’রাত হাসপাতালে কাটিয়ে সেন্ট পিটার্স স্কুল অব লন্ডনের প্রিন্সিপাল এজিএম সাব্বিরের বাসায় উঠেছেন তিনি।
শনিবার মুস্তাফিজকে দেখার পর সার্জন অ্যান্ড্রু ওয়ালেস তাকে হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেন। সে সময় তার সঙ্গেই ছিলেন বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি জানিয়েছেন মুস্তাফিজ এখন সুস্থ আছেন।
শুক্রবার হাসপাতাল ছাড়ার কথা ছিল মুস্তাফিজকে। তবে অস্ত্রোপচারের পর ব্যথা যতটা কমার কথা ছিল তা না কমায় সেদিনও হাসপাতালেই রাখা হয়েছে ছিল তাকে। তবে শনিবার বেশ সুস্থভাবেই হাসপাতাল ছেড়েছেন তিনি। আর ব্যথাও এখন নেই বলে জানিয়েছেন দেবাশিষ চৌধুরী।
তবে হাসপাতাল ছাড়লেও আপাতত দেশে ফিরছেন না মুস্তাফিজ। কেননা আগামী বুধবার তাকে আরেকবার দেখবেন ওয়ালেস। আরও কিছু পরীক্ষা করানো হবে তার। আর সেই রিপোর্টগুলো ভালো আসলেই দেবাশিষের সঙ্গে দেশের উদ্দেশে রওনা হবেন এই বিস্ময়বালক।
প্রসঙ্গত, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে খেলতে গিয়ে কাঁধের পুরনো চোট নতুন করে দেখা দেয় মুস্তাফিজের। এ ইনজুরি থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত তাকে অস্ত্রোপচারের মধ্যে দিয়েই যেতে হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন