হাসপাতাল থেকে সাইকেলে আনা হল মৃত দেহ
ভারতের ওড়িশার দানা মাঝির ঘটনার ছায়া অসমের মাজুলিতে। হাসপাতাল অ্যাম্বুল্যান্স না দেওয়ায় প্রয়াত স্ত্রীর দেহ কাঁধে নিয়ে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে নিয়ে এসেছিলেন দানা। সেই ঘটনায় সারা দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল।
এবার অাসামের মাজুলির এক ব্যক্তিকে তাঁর মৃত ভাইয়ের দেহ সাইকেলে বেঁধে বাড়িতে নিয়ে আসতে হল। তাও আবার অাসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়ালের বিধানসভা কেন্দ্রের এলাকায়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। তবে প্রশাসনের তদন্তকারী দল যখন ওই ব্যক্তির বাড়িতে যাচ্ছিল তখন পথে একটি বাঁশের সেতু ভেঙে পড়ে। তাতে আহত হয়েছেন তদন্তকারী দলের বেশ কয়েকজন সদস্য।
মাজুলি জেলার ডিসিপি পল্লবগোপাল ঝাঁ জানিয়েছেন, সাইকেলে বেঁধে দেহ নিয়ে যাওয়ার ঘটনায় দুটি বিষয়ের তদন্ত করে দেখা হচ্ছে।
মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের জন্য ১০৮ নম্বরে ফোন করা হয়েছিল কিনা ও হাসপাতালের কোনও কর্মচারী মৃতদেহটিকে সাইকেলে বাঁধতে দেখেছিলেন কিনা–এই দু’টি বিষয় অনুসন্ধান করে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন