শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হায়দরাবাদে আজ যা যা হতে পারে

শেষ দিনে কী অপেক্ষা করছে হায়দরাবাদে? অনেক কিছুই। নানা সম্ভাবনা আছে। নানামাত্রিক শঙ্কাও আছে। বাংলাদশের যা সম্ভাবনা, ভারতের কাছে তা শঙ্কা। আবার ভারতের যা সম্ভাবনা বাংলাদেশের তা বিপদ। এমনই অবশ্য হয়!

হায়দরাবাদে আর যা-ই হোক, বাংলাদেশর জয়টা অসম্ভব। ক্রিকেটের ‘গৌরবময় অনিশ্চয়তা’র ব্যাপারটা মাথায় রেখেও এ কথাটা বলে দেয়া যায়।

বাংলাদেশের জয় বাদে আর কী কী হতে পারে? প্রথমটা ধরা যায় ভারতের জয়। যা যা হতে পারে, তার মধ্যে সম্ভাবনা সবচেয়ে বেশি এটারই। ভারতের জয়ের সম্ভাবনার পর যা আছে, তা হলো ড্র। সেটা ভারতেরও, বাংলাদেশেরও। তবে ড্র-টা বাংলাদেশের কাছে যতোটা আকাঙ্ক্ষিত, ভারতের কাছে তা নয়।

চতুর্থ দিনের খেলা শেষে অপরাজিত আছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। এই জুটি আজ বাংলাদেশকে যতো বেশি ওভার খেলিয়ে দিবেন, পরের দিকের ব্যাটসম্যানদের জন্য কাজটা ততো সহজ হয়ে যাবে।

যদিও সাকিব বলে রেখেছেন যে, তিনি তার ‘প্রাকৃতিক’ খেলাটা বদলাবেন না। মানে তার উপর ভরসা করতে চাইলে একটু বেশিই সাহসী হয়ে উঠতে সমর্থকদের। অন্য দিকে দীর্ঘ দিন ধরে টেস্টে ভালো কিছু করতে না পারা মাহমুদল্লাহ কী করেন— সেটা দেখতে আগ্রহ নিয়ে বসে আছেন সবাই।

এ ধরনের পরিস্থিতিতে এর আগে কখনো ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ। মূলত এ কারণেই এবার দাবিটা বেশি। কখনো পারেনি মানে এ নয় যে, কখনো পারাও যাবে না। একদিন না একদিন তো ঠিকই, শেষ দিনের পুরোটা সময় উইকেটে মাটি কামড়ে পড়ে দেখে টেস্ট বাঁচাতেই হবে। সেটা আজকে হলে সমস্যা কী!

হায়দরাবাদে আজ সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হয়ে উঠার কথা বাংলাদেশি ব্যাটসম্যান এবং ভারতীয় স্পিনারদের লড়াইটা। গতকাল শেষ বিকেলে পতন হওয়া বাংলাদেশের তিন উইকেটের দুটিই নিয়েছেন অশ্বিন।

তাতে প্রমাণ হয়ে গেছে যে, হায়দরাবাদের উইকেট অশ্বিনের কথা শুনতে শুরু করেছে। সেটা আরো বেশি পরিমাণে হতে পারে আজ। সে হিসেবে বাংলাদেশি ব্যাটসম্যানদের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হবে অশ্বিনের কাছেই। তার সঙ্গে ভয়ানক হয়ে উঠতে পারেন রবিন্দ্র জাদেজাও।

হায়দরাবাদে আজ হতে পারে আরো অনেক কিছুই। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে থাকছে— বাংলাদেশ কি টেস্ট বাঁচাতে পারবে, এই আলোচনাটা। যদি পারে, তবে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলার উপলক্ষ্যটা আনন্দদায়ীই হয়ে থাকবে। না পারলেও অবশ্য খুব বেশি ‘জাত’ যাবে বলে মনে হয় না। ভারতের মাটিতে সব দলই খাবি খেয়ে যায়। বাংলাদেশ অন্য অনেকের এর মধ্যেই ভালো খেলে ফেলেছে। ৬৮৭ রানের নিচে পড়ে টেস্টটা পঞ্চম দিনে টেনে নিয়ে আসাটাও কম বড় কীর্তি নয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির