হিজার্বি’কে নিয়ে সোস্যাল মিডিয়ায় ঝড়!
সম্প্রতি হিজাব পরিহিত বার্বি ডলের ছবি নিয়ে তর্ক-বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিছুটা শখের বশেই তার প্রিয় বার্বিকে হিজাব পরিয়ে তা ইনস্টাগ্রামে দেন নাইজেরিয়ার হানিফা এডাম। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে শোরগোল পড়ে যায়।
২৪ বছর বয়সী হানিফা এডাম তার এই হিজাব পরা বার্বির নাম দিয়েছেন ‘হিজার্বি’। হানিফা একজন মুসলিম এবং তিনি নিজেও হিজাব পরেন। এ ব্যাপারে হানিফা বলেন, ‘হিজাব পরা কোন পুতুল আমি কখনো দেখিনি। কোন কিছু না ভেবেই আমি হিজাব পরা পুতুলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করি। আমি ভাবিনি যে এই ছবি এতটা সাড়া ফেলে দেবে।’
এরপর থেকে প্লাস্টিকের পুতুলকে হরেক রকম হিজাব পরিয়ে ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দিতে থাকেন হানিফা। আর তাতেই বিপুল সাড়া পেলেন। তার ইনস্টাগ্রাম একাউন্টের ফলোয়ার এখন তিরিশ হাজার ছাড়িয়ে গেছে!
‘হিজার্বি’র জন্য হরেক রকম পোশাক হানিফা নিজেই তৈরি করেন। তবে সবাই যে হানিফার এই ‘হিজার্বি’ পছন্দ করেছে তা কিন্তু নয়। ‘হিজার্বি’কে নিয়ে নানা রকমের বিদ্রূপ সহ্য করতে হয়েছে তাকে। এমনকি টার্গেট হয়েছেন নানা রকম ইসলাম বিদ্বেষী মন্তব্যেরও।
তবে হিজাব পরা মুসলিম নারীদের ব্যাপারে যে ভুল ধারণা প্রচলিত আছে, ‘হিজার্বি’ সেটা পাল্টে দেবে বলেই আশা করেন হানিফা। তার মতে, ‘হিজাব কোন নিপীড়নের প্রতীক নয় বরং এটি একটি মুক্তির প্রতীক।’
এদিকে, হানিফার ভবিষ্যৎ পরিকল্পনা হলো তার ‘হিজার্বি’ ব্রান্ডের নানা ফ্যাশন আইটেম তৈরি করে বাজারে ছাড়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন