সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হিন্দুদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

ব্রাক্ষ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মালম্বীদের ওপর হামলা এবং তাদের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার মূল কারণ খুঁজে বের করার পাশাপাশি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে (মুক্তি ভবন) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর ঘুরে আসা সিপিবি’র কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রতিবেদন তুলে ধরতে এ সংবাদ সম্মলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপক করেন পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এর আগে গত ২ নভেম্বর সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রাগীব আহসান মুন্না ও আব্দুল্লাহ কাফী রতনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাসিরনগর ঘটনাস্থল ঘুরে আসে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “নাসিরনগরের এ ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত। কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপর হামলার যে ঘটনা তার সঙ্গে নাসিরনগরের ঘটনার মিল রয়েছে। কোনো আবেগ থেকে এটা করা হয়নি। এটাকে সারা দেশে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারের কঠোর পদক্ষেপ না থাকায় নাসিরনগরের ঘটনার পর সুনামগঞ্জ, বগুড়া, যশোর এবং ফরিদপুরে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।”

সিপিবি সভাপতি বলেন, “সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে না। অন্যান্য ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্সের কথা বলা হয়, কিন্তু এ সাম্প্রদায়িক হামলার ক্ষেত্রে কেন জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে না?” তিনি বলেন, “বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠনের সঙ্গে বিএনপি জোটভুক্ত হয়ে আছে এবং সরাসরি তাদের মদদ দিচ্ছে। সরকারও বিএনপিকে সাম্প্রদায়িক কার্ড একা একা খেলতে দিচ্ছে না। সরকারও বিএনপির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।”

সংবাদ সম্মেলনে ব্যর্থ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ এবং রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের দাবি জানানো হয়। এ সময় পার্টির পক্ষ থেকে সাম্প্রদায়িকতাবিরোধী প্রচার ও প্রতিরোধ গড়ে তুলতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত গ্রামে-গঞ্জে-হাটে সভা ও শহরে পথসভা করবে সিপিবি। সাম্প্রদায়িকতাবিরোধী প্রচার ও প্রতিরোধ গড়ে তুলতে সারা দেশে এক হাজার হাটসভা করা হবে এবং শহরে পাড়ায় মহল্লায় পথসভা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল