হিন্দু মন্দির নির্মানে স্বেচ্ছায় জমি দিলেন প্রতিবেশী মুসলিমরা
ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার খবর মাঝে মধ্যেই পাওয়া গেলেও সেখানে এইরকম মানুষও আছে যারা বিশ্বাস করে মানুষের সঙ্গে মিলেমিশে থাকলে সব সমস্যার সমাধান সম্ভব৷ অতীতে সাম্প্রদায়িক সমস্যার এমন কিছু ঘটনাও আছে যার কথা মনে পড়লে গায়ে রীতিমতো কাঁটা দেয়৷
এমন সময়ে একটি অবাক করা ঘটনা হল ভারতের রাজস্থানের একটি গ্রামে। যেখানে মুসলিমরা হিন্দুদের জমি দান করেছে মন্দির তৈরি করার জন্য৷ যা সত্যিই নজিরবিহীন ঘটনা৷ এর আগে এইরকম ঘটনা ঘটেছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে৷
জানা গিয়েছে রাজস্থানের কোডিলা গ্রামের বাসিন্দাদের কাছে সূর্যল মাতার মন্দির তারি করার জন্য যথেষ্ট জমি ছিল না,তখন তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে পাশের গ্রামের মুসলিমরা৷ তারা ৩৫ স্কোয়ার ফিট জমি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷ ‘হিন্দুস্থান টাইমস’ এর একটা রিপোর্টের ভিত্তিতে এই তথ্যই পাওয়া গিয়েছে৷
রাজস্থানের কোডিলা গ্রামের সরপঞ্চ শিবপাল সিং মিল বলেন, এখানে হিন্দু-মুসলিম দের মধ্যে খুবই ভালো সম্পর্ক৷ এখানে একবছর আগেও মুসলিমরা ১০ বছর আগে এক বিঘা জমি দিয়েছিল৷ সেই জমি দিয়ে একটি ছোট্ট মন্দিরও তৈরি করা হয়েছিল৷ দু-বছর আগে মুসলিমরা মন্দিরটি সম্প্রসারণের সময় তারা আরও হাফবিঘা জমি দেয়৷ তারা আবার ছ’মাস আগে আরও হাফ বিঘা জমি দেয়৷
জানা গিয়েছে, এরা স্ব-ইচ্ছায় হিন্দু মন্দির তৈরি করতে এগিয়ে আসেন, যখন জাটরা তাদের মন্দির সম্প্রসারণ করার কথা ভাবে তখনও আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগেও তারা জমি দান করেছিল৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন