হুট করে আমাকে অন্য জায়গায় বিয়ে দেয়া হয়, আর আমার প্রেমিক…
যার সঙ্গে আমার সম্পর্ক ছিল, সে আমাদের এলাকার ছিল। আমাদের সম্পর্কের শুরুতেই সবাই জেনে যায়। আমাদের দেখা খুব কম হতো। ছমাসের সম্পর্কে মাত্র তিন-চারবার দেখা হয়েছে, তাও অল্প সময়ের জন্য। তো আমার পরিবার অনেক চেষ্টা চালায় যাতে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু সফল হতে পারে নি। হুট করে আমাকে অন্য জায়গায় বিয়ে দেয়া হয়।
যদিও আমি আমার প্রেমিককে অনেক ভালবাসতাম, কিন্তু ওর আচরণে ঠিক বুঝতে পারতাম না যে ওর ভালবাসার গভীরতা কেমন। বিয়ের পরে জানতে পারি আমার প্রেমিকের এমন অনেক মেয়ের সঙ্গেই সম্পর্ক ছিল। তো বিয়ের পর আমি বাইরে চলে আসি। ওর সঙ্গে দেখা হয় নি আর কখনো। কিন্তু আমি ওকে প্রায়ই স্বপ্নে দেখি। যখন কোনো বিপদে পড়ি, মন খারাপ থাকে, বা অসুখে পড়ি। দেখি ও নিজে আসছে, নয়তো চিঠি বা কল দিয়েছে, এমন কেন হয় খুব জানতে ইচ্ছে করে। কারণ ওকে নিয়ে আমি কখনোই ভাবি না। যতটুকু পারি- ওকে মনে করিয়ে দেবে এমন জিনিসগুলোও এড়িয়ে চলি।
প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেনঃ নাম প্রকাশে অনিচ্ছুক একজন তরুণী।
পরামর্শ
দেখুন আপু, আপনি সচেতন ভাবে প্রেমিকের কথা ভাবেন না, কিন্তু আপনার অবচেতন মন ঠিকই ভাবে। প্রথম ভালোবাসাকে কেউ ভুলতে পারে না আপু। আপনিও পারেন নি। তাই যখন মন দুর্বল থাকে, নিজের অজান্তেই মনে এসে যায়। এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না। এটা কেবলই মনের একটা খেলা।
আর আপু, যা হয়েছে ভালোই হয়েছে। একাধিক নারীর সাথে সম্পর্ক থাকা প্রেমিকের সাথে আপনি কখনো সুখী হতে পারতেন না। সেই ছেলে কিন্তু আপনাকে অনেক আগেই ভুলে গিয়েছে। তাই সেই ছেলেকে মনে রেখে স্বামীর সাথে অবিচার করবেন না। বরং স্বামীকেই মনপ্রান দিয়ে ভালবাসুন। দেখবেন প্রেমিকের কথা আর মনেও থাকবে না!
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন