হৃদয় ভাঙ্গা কষ্টের এক মুহূর্ত
দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে একটি কচ্ছপ পালিত হয়ে আসছিলো সুন্দরবন এলাকার এক জেলে পরিবারের কাছে। খুব একটা খারাপ ছিলো তা কিন্তু নয়। এই পরিবার কচ্ছপটিকে নিজেদের পরিবারের সদস্যের মত করেই লালন পালন করে আসছিলো। এর মাঝে পরিবারের ছোট সদস্যরা বড় হয়ে উঠেছে। কচ্ছপও বড় হয়েছে।
বর্তমানে কচ্ছপটির ওজন ১৮ কেজি। পরিবারের সদস্যদের সাথে কচ্ছপটি খুব সুন্দর ভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। সবার সাথে মিলে মিশেই সে বেড়ে উঠেছে। দীর্ঘদিন পর কচ্ছপটি Turtle Survival Alliance (TSA) এর এক সদস্যের নজরে আসে। কচ্ছপটি তার প্রজাতির সংরক্ষণে অবদান রাখতে পারে তাই প্রজনন উপনিবেশে রাখার উদ্দেশ্যে তিনি তা কিনতে চান। দাম দরাদরি করার পর ওই পরিবারকে কচ্ছপটি বিক্রি করাতে সম্মত হন।
অবশেষে সিদ্ধান্ত নেয়া হয় কচ্ছপ পালনকারী ওই পরিবারকে কিছু অর্থ দিয়ে কচ্ছপটি ভাওয়াল ন্যাশনাল পার্কে স্থানান্তর করা হবে। সেই হিসেবেই কাজ শুরু হয়। পার্কে কচ্ছপটি কেমন থাকবে তা জানা না গেলেও দীর্ঘ প্রায় ১৬ বছর জেলে পরিবারের সদস্য হিসেবে সেটি ভালই ছিল। যেদিন কচ্ছপ নিয়ে আসা হবে সেদিন ওই পরিবার এবং কচ্ছপের মাঝে দেখা যায় হৃদয় ভাঙ্গা কষ্টের এক মুহূর্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন