মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হেফাজতের অভিযোগ ‘অস্বীকার’ করে যে কথা জানালেন সুলতানা কামাল (ভিডিও)

গত সপ্তাহে একটি বেসরকারি টেলিভিশনে সুপ্রিম কোর্টের সামনে থেকে মৃণাল হকের তৈরি দেবী থেমিসের ভাস্কর্য স্থানান্তরের বিষয়ে টকশো প্রচারিত হয়। ওই টকশোতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল যে বক্তব্য দিয়েছেন, তার জের ধরে শুক্রবার হেফাজত নেতারা তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন। তারা বলেছেন, ‘সুলতানা কামালের পরিণতি নির্বাসিত সাহিত্যিক তসলিমা নাসরিনের মতো হবে।’

এ বিষয়ে হেফাজতে ইসলামের আলটিমাটামের পর শুক্রবার একটি অনলাইন গনমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তার বিরুদ্ধে এসব অভিযোগ ‘অস্বীকার করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

টেলি সাক্ষাতকারে তিনি বলেন, ‘হেফাজতের সঙ্গে কোনও সুষ্ঠু বিতর্ক সম্ভব না। তারা কোনও যৌক্তিক তর্ক মানেন না। সাধারণ নাগরিকদের এভাবে শারীরিক আক্রমণের হুমকি বিষয়ে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।’

গত ২৮ মে একটি বেসরকারী টেলিভিশানে টকশোর আলোচনার প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, ‘‘সে দিনের টকশোতে হেফাজতের একজন ছিলেন। সেখানে প্রশ্ন উঠেছিল, সুপ্রিম কোর্ট এলাকায় ভাস্কর্য থাকলে আপত্তিটা কিসের? তিনি (হেফাজতের প্রতিনিধি) বলেছিলেন, ‘এটা মূর্তি, ধর্মীয় স্থাপনা। কোর্ট এলাকায় কেন ধর্মীয় স্থাপনা থাকবে?’ এটি ছিল তার কথা। তখন তার জবাবে বলেছি, ‘আমিও আপনার কথায় একমত। আমিও মনে করি, কোর্ট এলাকায় কোনও ধর্মীয় স্থাপনা থাকা উচিত না। মূর্তি যেমন ধর্মীয় স্থাপনা, তেমনি মসজিদও। আপনার কথা অনুযায়ী সেখানে মসজিদও তো থাকা উচিত না। এটা আমি বলে ফেলেছি ঠিকই। কিন্তু তার এই কথার পরিপ্রেক্ষিতেই। কথাটা এভাবেই হয়েছে।’’

এই টকশোকে কেন্দ্র করে হেফাজতের হুমকির বিষয়ে সুলতানা কামাল বলেন, ‘এই দেশে কোনও কথাবার্তাই বলা যাবে না। কোনও যৌক্তিক তর্ক বা ডিবেট সম্ভব না। আমরা বরাবরই বলে এসেছি, এসব মানুষের (হেফাজত নেতাদের) সঙ্গে কোনও সুষ্ঠু ডিবেট সম্ভব না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দুঃখটা হলো, তাদের সঙ্গে কোনও সুষ্ঠু বিতর্কই সম্ভব না। যৌক্তিক কোনও আলোচনাই সম্ভব না।’

এ ধরনের হুমকির বিষয়ে সরকারের কাছে কোনও দাবি আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, সরকার দেখুক, তারা (হেফাজত) প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তারা (সরকার) এত লোককে গ্রেফতার করছে, এত কিছুতে। যারা শারীরিক আক্রমণের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রধানমন্ত্রীর সম্পর্কে কিছু বললে তো তাকে ধরে নেয়। তারা প্রধান বিচারপতি সম্পর্কেও বলছে। তারা (হেফাজত) সবাইকেই হুমকি ধমকি দিচ্ছেন। এখন প্রশাসনের উচিত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি, তিনি একজন সম্মানীত ব্যক্তি। তার বিষয়ে বিরূপ কিছু বলা আইনগত নিষিদ্ধ। যারা একটি বিতর্কের পরিপ্রেক্ষিতে এভাবে সাধারণ মানুষকে শারীরিক আক্রমণের হুমকি দেন। তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

উল্লেখ্য, বেসরকারি টিভি চ্যানেলে টকশো’র উপস্থাপক ছিলেন রুবায়েত ফেরদৌস। অনুষ্ঠানে সুলতানা কামাল ছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য অপু উকিল, গণজাগারণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও হেফাজত প্রতিনিধি মুফতি সাখাওয়াত হোসেন।
এদিকে, ভাস্কর্য স্থাপন নিয়ে মন্তব্যের অভিযোগ তুলে মানবাধিকারকর্মী সুলতানা কামালকে আটক ও দেশ থেকে নির্বাসনে হেফাজতে ইসলামের দাবি সম্পর্কে গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার বলেছেন, সুলতানা কামাল সম্পর্কে ফালতু বিষয় নিয়ে কথা বলছে হেফাজতে ইসলাম।

শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় ইমরান সরকার বলেন, যে অনুষ্ঠানে সুলতানা কামালের কথা নিয়ে হেফাজত কথা বলছে, সেদিন আমিও সেই অনুষ্ঠানে ছিলাম। সেখানে এমনভাবে কোনো কথা হয়নি।

ইমরান এইচ সরকার বলেন, সুলতানা কামাল সম্পর্কে হেফাজত ভয়াবহ মন্তব্য করেছেন। এই হেফাজতের নেতাদের তো জেলখানায় থাকার কথা। ৫ মের সেই তা-বের দায়ে তো ওদের বিচার হওয়ার কথা।

সরকারের নমনীয়তায় হেফাজত ঔদ্ধত্ব দেখাচ্ছে বলে মন্তব্য করে ডা. ইমরান বলেন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হেফাজতের এই মন্তব্য মেনে নেওয়া যায় না। সুলতানা কামাল একজন মুক্তিযোদ্ধা। হেফাজত এই বাংলাদেশে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করে বাংলাদেশের সাধারণ মানুষের মনোবল দুর্বল করে দিতে চায়।

ইমরান এইচ সরকার বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে হেফাজত মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।

ভিডিওতে দেখুন হেফাজতের অভিযোগ নিয়ে সুলতানা কামালের বক্তব্য ও সেদিনের টকশোতে যা বলেছিলেন সুলতানা কামাল তার হাইলাইটস

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা