শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হোম ডেলিভারি-পণ্য থেকে পর্ন

পণ্যের পাশাপাশি পর্নও হাত ধরেছে হোম ডেলিভারির৷ হাজারো ওয়েবসাইট প্রতিদিন হাজারো খদ্দেরের কাছে সাপ্লাইদিচ্ছে ১৬ থেকে ৪৬ বছর৷ ইন্টারনেটের ব্রাউজারের অ্যাড্রেসবারে ট্রিপল ডবলু লিখেই হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে রাত রঙিন করার সমস্ত রসদ! এখন হাড়কাটা গলি কিংবা সোনাগাছির দালালদের নামও বদলে হয়েছে ‘এসকর্ট সার্ভিস’৷ এক্কেবারে প্রকাশ্যে এবং সব্বাইকে জানিয়েই এই সার্ভিস প্রতিদিন হাজারো হোটেল এবং ফ্ল্যাটে পৌঁছে দিচ্ছে হোম ডেলিভারি৷ লিখলেন রানা দাস

টিং টং…………..

অভিজাত হোটেলের আধো আলোছায়া রুমে বেজে উঠল কলিং বেল! ব্যবসার কাজে আসা নামী কোম্পানির পদস্থ কর্তা দরজাটা খুলতেই, দেখতে পেলেন এক সুন্দরী মহিলা৷ মহিলা বলাটা হয়তো ভুলই হবে, ঠোঁটে গাঢ় লিপস্টিক মাখা, শরীর থেকে নেশা মাখা দামি পারফিউমের গন্ধ৷ দরজার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী চোখে চোখ রেখে মুচকি হেসে শুধু বললেন, ‘আপনার জন্য হোম ডেলিভারি হাজির৷’

এতদিন হোম ডেলিভারি বলতে আমরা দুপুর-রাতের খাবারকেই বুঝতাম৷ দিন বদলের সঙ্গে সঙ্গে হোম ডেলিভারির সংজ্ঞাটাও বদলে গিয়েছে৷ সস্তা ইন্টারনেটের কল্যাণে এখন আলু-মুড়ি থেকে পাজামা-কুর্তা, সবই হোমে ডেলিভারি হচ্ছে৷ আর মুদিখানার দোকানে গিয়ে ফর্দ দিয়ে মাসকাবারি কিনতে হয় না৷ ডেক্সটপ, ল্যাপটপে হাজারো অনলাইন শপিংয়ের সাইটে গিয়ে কেনাকাটা করা যাচ্ছে৷ হোমে ডেলিভারি নিয়ে দাম মেটানোর মার্কেটিং করার সংজ্ঞাটাও এখন হাইটেক হয়েছে৷ ছবি দেখে পণ্য পছন্দ করে হোম ডেলিভারির কল্যাণে ক্যুরিয়র সার্ভিস কোম্পানিগুলির কদর বেড়েছে৷

তবে, ডাব্বায় খাবার কিংবা অনলাইন শপিংয়ের পাশাপাশি এখন সব কিছুই হোমে ডেলিভারি পাওয়া যাচ্ছে৷ চিরচরিত হোম ডেলিভারি শুধু পেটের খিদেই মেটাচ্ছে তা কিন্তু নয়৷ মনে ও যৌনক্ষুধা মেটাতেও এবারে আসরে নেমেছে হোম ডেলিভারি৷ ফেল কড়ি মাখো তেল, এই দাওয়াইয়ে এবার কড়ি ফেললেই ঘরের দোরে হাজির হবে হোম ডেলিভারি ষোড়শী কন্যা!

সোস্যাল নেটওয়ার্ক সাইট এবং ইন্টারনেটের দৌলতে জেন-যুগে পণ্যের পাশাপাশি পর্ণও হাত ধরেছে হোম ডেলিভারির৷ হাজারো ওয়েবসাইট প্রতিদিন হাজারো খদ্দেরের কাছে সাপ্লাই দিচ্ছে ১৬ থেকে ৪৬ বছর৷ ইন্টারনের ব্রাউজারের অ্যাড্রেসবারে ট্রিপল ডবলু লিখেই হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে রাত রঙিন করার সমস্ত রসদ! তাই , এখন হাড়কাটা গলি কিংবা সোনাগাছির দালালদের নামও বদলে হয়েছে ‘এসকর্ট সার্ভিস’৷ এক্কেবারে প্রকাশ্যে এবং সব্বাইকে জানিয়েই এই সার্ভিস প্রতিদিন হাজারো হোটেল এবং ফ্ল্যাটে পৌঁছে দিচ্ছে হোম ডেলিভারি৷ আর দেহ ব্যবসাও হয়েছে রীতিমতো হাইটেক৷ লাজ-লজ্জার মাথা খেয়ে এই হোম ডেলিভারিতে নাম লেখাচ্ছেন অনেক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থেকে গৃহবধূ, আপকামিং মডেল, অভিনেত্রী৷ এমনকি, এয়ার হোস্টেসদেরও ডিমান্ড প্রচুর৷

কীভাবে চলছে এই জাতীয় হোম ডেলিভারি? অনেক গবেষণা এবং বিশ্লেষণ করে দেখা একটি সাইকেল তৈরি করা হয়েছে৷ এই শ্রেণি চক্র অনুযায়ী, রাত রঙিন করে তোলার জন্য প্রথমেই মনস্থির করতে হবে৷ মনকে স্থির করে ঠিক করে নিতে হবে হোম ডেলিভারি (এখানে বলা যেতে পেরে কলগার্ল) নিতে চান৷ তারপরেই একটা বাজেট করতে হবে৷ পকেট বুঝে বাজেট ঠিক করে নেন খদ্দেররা৷ সাইকেল অনুযায়ী, বন্ধু বা বিশ্বস্তজনের কাছে জেনে নেন এই ধরনের সার্ভিস কীভাবে পাওয়া যেতে পারে৷ তা না হলে বিভিন্ন সুত্রে জেনে নিতে হবে কারা এবং কীভাবে এই সার্ভিস পাওয়া যায়৷ তবে এই ক্ষেত্রে সব থেকে সহজ এবং সস্তার পথ হল ইন্টারনেট পরিষেবা৷ ইন্টারনেট ঘাঁটলেই খোঁজ মিলবে হাজারো এসকর্ট সার্ভিস প্রোভাইডারের ঠিকানা৷ যারা আপনার ফ্ল্যাট কিংবা হোটেল রুমে পৌঁছে দেবে হোম ডেলিভারি কন্যা৷ কোনও ক্যাটাগরির সুন্দরী চাই, তা স্থির করে করা যেতে পারে ফোন কিংবা ইমেল৷ হাতে গরম রেসপন্স মিলবে৷ এসকর্ট সার্ভিস পছন্দের সুন্দরীদের ছবিও পাঠিয়ে দেবে৷ সব দিক বিচার করলে অর্ডার দিলেই ফ্ল্যাট-হোটেল রুমে হাজির আপনার হোম ডেলিভারি৷ যত কড়ি ততটাই ফান হাইটেক এই হোম ডেলিভারি সার্ভিসের৷

এছাড়া সোস্যাল মিডিয়ার কল্যাণে এই হোম ডেলিভারি সার্ভিসে অন্য একটি উপায় আছে৷ অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে অনেক মেয়ে সরাসরি ফেসবুকে পেজ এবং প্রোফাইল করে হাইটেক দেহ ব্যবসা চালাচ্ছেন৷ ওয়াল এবং অ্যাবাউট ভালো করে ঘাঁটলেই ফেসবুকেই প্রচুর কলগার্লের সন্ধান পাওয়া যাবে৷ ইনবক্সে মেসেজের মাধ্যমেই দরদাম ঠিক করে হোম ডেলিভারি পাওয়া যায়৷ সব কিছু ঠিকঠাক থাকলেই নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে হোম ডেলিভারি৷ অনেক এসকর্ট সার্ভিসও চলছে এই ফেসবুকের ওয়ালেই৷

সার্ভিস তো নেবেন! একবার রাত রঙিন করা খরচটাও জেনে নেওয়া দরকার৷ এই হোম ডেলিভারি সার্ভিসকে বেশ কয়েকটি ক্যাটাগিতে ভাগ করা হয়েছে৷ একদম সস্তার ডেলিভারির জন্য কমপক্ষে আট থেকে ১০ হাজার টাকা খরচ করতে হবে প্রতি দেড় থেকে দু’ঘণ্টার জন্য৷ একরাতের জন্য খরচ পড়বে ২০ থেকে ২৫ হাজার টাকা৷ ৩ নম্বর ক্যাটারিতে দেড় থেকে দু’ঘণ্টার জন্য কড়ি গুনতে হবে ১৬ থেকে ২৫ হাজার টাকা৷ হাইফাই এই ক্যাটাগরিতে সারারাতের জন্য পকেট খসাতে হবে ২৫ থেকে ৫০ হাজার টাকা৷ এর বাইরেও রয়েছে লাক্সারি, সেলিব্রিটি-ভিআইপি ক্যাটাগরি৷ এর জন্য কোনও নির্দিষ্ট রেট চার্ট নেই৷ গোটাটাই স্থির হয় এসকর্ট সার্ভিস এবং ক্রেতার আলোচনা এবং ডিমান্ডের উপর৷ তবে প্রতিটি ক্যাটাগরিতেই কিন্তু, কমপক্ষে চার থেকে পাঁচতারা হোটেল হতে হবে৷ তার খরচ আপনাকেই গুনতে হবে৷ সার্ভিস প্রোভাইডারকে রুম নম্বর জানিয়ে দিলেই হোম ডেলিভারি হয়ে যাবে সঠিক স্থানে৷

শুধু মনের ক্ষুধা মেটাতেই নয়, অনেক সময় বিজনেস ক্লায়েন্ট সন্তুষ্ট করতেও হোম ডেলিভারির ব্যবস্থা আছে৷ কলকাতা হোক মুম্বই, এই সার্ভিস জাঁকিয়ে বসেছে দেশের সমস্ত বড় ও মাঝারি শহরেও৷ শুরুতেই যে মেয়েটি কলিং বেল টিপেছিল, কলকাতার একটি সংস্থার সঙ্গে বড় ডিল করতে মুম্বই থেকে এসেছিল সংস্থার এক বড় কর্তা৷ তাঁকে সন্তুষ্টু করার ছিল৷ তাই যে সংস্থাটি বড় অর্ডারটি পেতে চায়, তারাই এসকর্ট সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে ভেট পাঠিয়েছিল৷ প্রতিদিন রাতে এমনভাবেই রমরমিয়ে চলছে হোম ডেলিভারি৷ কলকাতা থেকে মুম্বই, গোয়া থেকে গুরগাঁও৷

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ