হোয়াইট হাউজের খুব কাছাকাছি

প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউজে যাওয়ার বাসনার কথা জানিয়ে ভোটারদের সামনে হাজির হওয়ার অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের মানুষ ডোনাল্ড ট্রাম্পকে চেনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে রঙদার, সবচেয়ে জাঁকালো ধনকুবের হিসেবে। কয়েক বছর আগেও তার ঘনিষ্ঠরা ভাবতে পারেননি ব্যবসায়ী ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজনীতির একেবারে কেন্দ্রে আবির্ভূত হবেন। সেই ট্রাম্প আজ রিপাবলিকান পার্টির মনোনয়ন নিয়ে পৌঁছে গেছেন হোয়াইট হাউজের খুব কাছাকাছি।
মোট ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭৭টির ফলাফল প্রকাশ হয়েছে। এতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৬৮টি ও ডেমোক্রেট প্রাথী হিলারী ক্লিনটন ১৩১টি ইলেক্টোরাল কলেজ পেয়েছেন।
এদিকে সুইং স্ট্যাটের বেশিরভাগ গুলোতেও এগিয়ে আছেন ট্রাম্প। মার্কিন প্রসিডেন্ট পদে জয়ী হতে প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।
প্রাথমিক এই ফলাফল বলছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত এই নির্বাচনে হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে ডোনাল্ড ট্রাম্পই কি হচ্ছেন হোয়াইট হাউজের উত্তরাধিকারী।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ মুহূর্তে ট্রাম্পেরই সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত ভোট যত পড়েছে, তা থেকে তৈরি করা হয়েছে। এ ছাড়া এসব জায়গায় আগের নির্বাচনগুলোর ফলও বিবেচনায় রাখা হয়েছে।
তবে পপুলার ভোটে (জনগণের ভোটে) এগিয়ে আছেন হিলারি। এখানে ট্রাম্পের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি ভোট পেয়েছেন হিলারি। তবে হিলারি জানিয়েছেন, ভোটের ফল যা-ই হোক তিনি তা মেনে নেবেন। ভোটারদের ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট নেয়া হয় দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়েছে, ৫৮তম এই নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন