১০০ টনের ট্রেনকে ১০ কিলোমিটার টেনে নিলো গাড়ি (ভিডিও সহ)
বিশ্বব্যাপী শক্তিশালী ইঞ্জিনের হাইব্রিড গাড়ির কদর বাড়ছে। শক্ত-সমর্থ এসব গাড়ির নিত্য-নতুন বিজ্ঞাপনে মুগ্ধ হচ্ছে গাড়ি প্রেমীরা। আর গাড়ি যদি ট্রেনকে টেনে নিয়ে যায় তাহলে তো কথাই নেই। এমনই অবাক করা ঘটনার জন্ম দিয়েছে শক্তির জন্য সুপরিচিত গাড়ির ব্র্যান্ড ল্যান্ড রোভার।
সুইজারল্যান্ডে ১০০ টনের একটি ট্রেনকে টেনে ১০ কিলোমিটার দীর্ঘপথ পাড়ি দিয়েছে ল্যান্ড রোভারের নতুন গাড়ি ডিসকভারি স্পোর্ট। এমনকি ভারী ট্রেন নিয়ে রাইন নদীর ওপর ৯’শ ৩৫ ফুটের একটি ব্রিজও অনায়াসেই পাড়ি দেয় গাড়িটি।
একটি ডিসকভারি স্পোর্ট গাড়ি সর্বোচ্চ ২ দশমিক ৫ টন ওজন টানতে সক্ষম। নিজের চেয়ে প্রায় ৬০ গুণ বেশি ওজনের ট্রেনটিকে টেনে নেয়ার পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে এর শক্তিশালী ইঞ্জিন। স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি ঘরানার এই গাড়িটিতে ১৭৭ দশমিক ৫ বিএইচপি ইনজেনিয়াম ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
ডিসকভারি স্পোর্ট গাড়িটির সঙ্গে পাল্লা দিচ্ছে বাজারের আরও কয়েকটি নামী ব্র্যান্ড। বিএমডব্লিউ এক্স থ্রি, অডি কিউ ফাইভ এবং ভলভো এক্সসি সিক্সটি’র সঙ্গে শ্রেষ্ঠত্বের এক অলিখিত লড়াইয়ে নেমেছে ডিকভারি স্পোর্ট।
https://youtu.be/l8rQEQAeET8
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন