১০ টাকার চালে অনিয়ম, আ’লীগ নেতাকে জরিমানা
যশোরের মনিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহিন নামে এক ডিলারকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এ অভিযান পরিচালনা করে জরিমানার টাকা আদায় করেন।
ডিলার শহিদুল ইসলাম শাহিন মণিরামপুর উপজেলার সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানায়, গত সোমবার উপজেলার সদর ইউনিয়নে ১০ টাকা চাল বিতরণের উদ্বোধন করা হয়। ওই দিনই কার্ডধারীরা চাল কিনে ওজনে কম পান বলে অভিযোগ। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার কার্ডধারীরা চাল কিনে ওজনে কম পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানকে অবহিত করেন।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মণিরামপুর উপজেলার সদর ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন
শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন
জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন