মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০ বছর পরেও রাঙামাটির সাংবাদিক জামাল হত্যার বিচার হয়নি


সুপ্রিয় চাকমা শুভ,রাঙামাটি প্রতিনিধি :

রহস্যজনভাবে রাঙামাটির সাংবাদিক জামাল হত্যার বিচার হচ্ছেনা বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, দীর্ঘ ১০ বছর অতিবাহীত হয়ে গেলেও রহস্যজনভাবে রাঙামাটি সাংবাদিক জামাল হত্যার বিচার হচ্ছেনা। ধরা-ছোয়ার বাইরে রয়েছে খুনিরা। করা হয়নি সুষ্টা তদন্তও। এতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রশাসন। দেশে কোন সাংবাদিক হত্যাকান্ডের বিচার না হওয়ায় মানুষ সরকারের প্রতি আস্তা হারাছে। তাই সাংবাদিক জামাল হত্যাকান্ডের পূর্ণ তদন্তসহ খুনিদের গ্রেফতারের আওতায় প্রশাসনের প্রতি আহবান জানান তারা।

মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি পৌর সভার কার্যালয়ের সামনে সাংাদিক জামাল হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মোচন ও খুনিদের গ্রেফতারের দাবীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উদ্যোগে আয়োজিত মানবন্ধনে এ অভিযোগ করেন সংবাদিক নেতার।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিএইচটি ২৪.কমের সম্পাদক শামসুল আলম, রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলয় মো. জামাল হোসেন, দৈনিক সমকালের সত্রং চাকমা, রাঙামাটি জার্নালিস্টস নেটওর্য়াকের সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু প্রমূখ ।

মানববন্ধনে বক্তরা অভিযোগ করে আর বলেন, শুধুমাত্র রাঙামাটির সাংবাদিক জামাল নয়, দেশের বিভিন্ন স্থানে যেসব সাংবাদিক খুন হয়েছে তারও আজ পর্যন্ত কোন বিচার হয়নি। আদো এসব বিচার হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। একের পর এক সাংবাদিক হত্যা এবং এক দশকে একজন সাংবাদিক হত্যার বিচারও শেষ হয়নি।
অবিলম্বে সাংবাদিক রাঙামাটিতে খুন হওয়া সাংবাদিক জামাল উদ্দীনও হত্যাকান্ডের খুনিদের দ্রæত বিচারের আওয়তায় নিয়ে কঠোর শান্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোড়দাবী জানান সাংবাদিক নেতারা। অন্যতায় কঠোর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেন তাঁরা।

উল্লেখ্য, ২০০৭ সালে ৫ মার্চ নিখোঁজ হওয়ার পর ৬ মার্চ তার লাশ পাওয়া যায়। সাংবাদিক জামাল অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুনের শিকার হন। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করে তার পরিবার। তিনি বেসরকারি টিভি চ্যানাল এনটিভির, স্থানীয় দৈনিক গিরিদর্পণের বার্তা প্রধান ও দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাসে রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরর্ত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রিবিস্তারিত পড়ুন

ভূমিধসে তিন সন্তানকেই হারালো যে দম্পতি

বান্দরবান শহর থেকে দুতিন কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ী গ্রাম লিমুভিরি।বিস্তারিত পড়ুন

৫ জুন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ

শুক্রবার রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনার জের ধরেবিস্তারিত পড়ুন

  • রাঙামাটিতে ফের আগামীকাল সকাল-সন্ধ্যা অবরোধ
  • “স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল রাঙামাটিতে মাউন্টেন বাইক প্রতিযোগিতা শুরু”
  • “অতীতের রাঙামাটি আর বর্তমান রাঙামাটির মধ্যে কোন মিল নেই….জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
  • রাঙামাটিতে জাতির পিতার ৯৮ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
  • “উপজাতীয় কৃষ্টি, সাংস্কৃতি, ভাষা তরুণ প্রজন্মকেই রক্ষা করতে হবে” দেবাশীষ রায়
  • রাঙামাটিতে পাহাড়ধসে নিহত ৩
  • হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠন একদিন পার্বত্য অঞ্চলে সুনাম অর্জন করবে-
  • “রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৫০ বছর সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ২দিন ব্যাপী মহাৎসবের আয়োজন”
  • চলছে সকাল-সন্ধ্যা হরতাল , রাস্তায় নেই একটা রিক্সাও
  • ইতি চাকমার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
  • “বনরুপা বাজার সমতাঘাটে উজানী কুটির অয়েল পাম্পের শুভ উদ্ভোধন”